উন্নত প্রসেসর ও গ্রাফিক্স নিয়ে বাজারে আইডিয়াপ্যাড গেমিং থ্রিআই ল্যাপটপ এনেছে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। নতুন এ ল্যাপটপে ইন্টেলের ১১ প্রজন্মের চিপ ও এনভিডিয়ার আরটিএক্স ৩০ সিরিজে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেয়া হয়েছে।
লেনোভো আইডিয়াপ্যাড গেমিং থ্রিআইতে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ হোম দেয়া হয়েছে। এ গেমিং ল্যাপটপে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ১৯২০X১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, সর্বোচ্চ উজ্জ্বলতা ২৫০ নিটস পিক। ডিসপ্লেতে ৪৫ শতাংশ এনটিএসসি কভারেজ ও ডিসি ডিমিং ফিচারও রয়েছে। এ গেমিং ল্যাপটপের সাইড ডিসপ্লে বেজেল খুবই সরু। তবে ওপরের ও নিচের বেজেলগুলো মোটা।
ল্যাপটপটিতে ইন্টেলের ১১ প্রজন্মের কোর আইসেভেন ১১৩৭০এইচ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এম.২ ২২৮০ পিসিআইই ৩.০X৪ এনভিএমই এসএসডি স্টোরেজ দেয়া হয়েছে। সেই সঙ্গে এতে জিডিডিআর৬ সিরিজের ৪জিবি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ ভির্যাম এবং ৯০ ওয়াটের ম্যাক্সিমাম টোটাল গ্রাফিক্স পাওয়ার দেয়া হয়েছে। অডিওর জন্য ল্যাপটপটিতে নাহিমিক অডিও ফিচারযুক্ত দুটি ২ ওয়াট স্টেরিও স্পিকার যুক্ত করা হয়েছে। এ স্পিকারগুলো রিয়েলটেকের এএলসি৩২৮৭ কডেক সিরিজের হাই ডেফিনেশন অডিও চিপ ব্যবহার করে থাকে।
ফ্রন্টে শাটারসহ ৭২০ মেগাপিক্সেলের একটি ওয়েবক্যাম দেয়া হয়েছে। ল্যাপটপে ওয়াইফাই ৬, থান্ডারবোল্ট ৪ রয়েছে এবং উন্নত ব্লুটুথ ভার্সন রয়েছে।
লেনোভো আইডিয়াপ্যাড গেমিং থ্রিআই ল্যাপটপে র্যাপিড চার্জ প্রো ফিচারযুক্ত ৪৫ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ দেয়া সম্ভব। এতে ব্যাকলিট কিবোর্ড ও স্লিম ফর্ম ফ্যাক্টর রয়েছে।
এর ওজন ২ কেজি ২৫ গ্রাম। বাজারে এ ল্যাপটপের একটি মডেলই রয়েছে। এর মূল্য ১ লাখ ৩ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকার মধ্যে।