নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে সুইচ ডিভাইসে ব্লুটুথ অডিও যুক্ত করল জাপানের বহুজাতিক ইলেকট্রনিকস ও গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনতেনদো। খবর দ্য ভার্জ।
২০১৭ সালে বাজারে প্রথম নিনতেনদো ডিভাইস উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। সে সময় থেকেই ব্লুটুথ হেডফোন ব্যবহারের মাধ্যমে গেমসের অডিও শুনতে না পারার বিষয়টি ব্যবহারকারীদের কাছে অন্যতম ঘাটতির বিষয় ছিল। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে সুইচের গ্রাহকরা এ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
নিনতেনদোর সাপোর্ট আর্টিকেলের তথ্যানুযায়ী, যদি কোনো ব্যবহারকারী ব্লুটুথ হেডফোন ব্যবহার করে থাকেন, তাহলে তারা সর্বোচ্চ দুটি ওয়্যারলেস কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে এতে কোনো ধরনের ব্লুটুথ মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। তবে নিনতেনদোর জন্য এটি তেমন আশ্চর্যজনক কিছু নয়। কেননা নিনতেনদোর সুইচ অ্যাপে নিজস্ব ভয়েস চ্যাট সুবিধা রয়েছে।সুইচ ডিভাইসে ওয়্যারলেস অডিও সুবিধা পেতে গ্রাহকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। এছাড়াও সুইচে ব্যবহারের জন্য বেশকিছু অডিও অ্যাডাপ্টার ছিল। সেই সঙ্গে স্টিল সিরিজ আর্কটিস ১ ওয়্যারলেস হেডফোনের মতো বেশকিছু হেডফোনে ডঙ্গল রয়েছে। সুইচ ডিভাইসে ওয়্যারলেস হেডফোন ব্যবহারের সুবিধা যুক্ত হওয়ায় এগুলো ব্যবহার সহজ হবে। নিনতেনদো জানায়, ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০টি ডিভাইস যুক্ত করতে পারবেন। এছাড়াও সাধারণ সুইচ ও সুইচ লাইটেও ব্লুটুথ হেডসেট ব্যবহার করা যাবে।