সব

ফোনের ক্যামেরায় গরিলা গ্লাস

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:২১

 

স্মার্টফোনের পেছনের ক্যামেরার সুরক্ষার জন্য গরিলা গ্লাস তৈরির ঘোষণা দিয়েছে কর্নিং। এই কাচ ব্যবহারের ফলে ক্যামেরার ছবির মান আরও ভালো হবে বলে দাবি তাদের।

দ্য ভার্জ জানিয়েছে, ডিএক্স এবং ডিএক্স+ নামের কাচ তৈরি করছে কোম্পানিটি।
গরিলা গ্লাস সাধারণত ফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়।


কর্নিং গরিলা গ্লাস স্মার্টফোনের পর্দাকে দাগ পড়া থেকে রক্ষা করে। যার কারণে অতিরিক্ত আর কোনো প্রতিরক্ষা পর্দা ব্যবহার করতে হয় না। এই কাচগুলো এতটাই শক্ত আর মজবুত যে এটা স্মার্টফোনকে দেয় অতিরিক্ত সুরক্ষা এবং ব্যবহারকারীকে দেয় মানসিক শান্তি।

পর্দায় দাগ না পড়া এবং কাচটি ভেঙে না যাওয়ার এই প্রযুক্তিটি উদ্ভাবন করে ‘দ্য কর্নিং কোম্পানি’। তারা এটিকে বলে ‘নেটিভ ড্যামেজ রেজিস্ট্যান্স’ (এনডিআর)। এই গরিলা গ্লাস স্মার্টফোনের ধরনের ওপর নির্ভর করে অনেক ধরনের পুরুত্বের হয়। ‘প্রজেক্ট মাসেল’ নামের এক উদ্যোগের মাধ্যমে ১৯৬০ সালে প্রথম রাসায়নিকভাবে শক্তিশালী গ্লাস তৈরির কাজ হাতে নেয় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্নিং।

গরিলা কাচ তৈরির সময় একে আয়ন অদল-বদল প্রযুক্তির মাধ্যমে রাসায়নিকভাবে শক্ত করা হয়। একে প্রায় ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিত অ্যালকালাইন পটাশিয়াম লবণের দ্রবণে ডুবানো হয়।

তখন লবণের ভেতর থেকে পটাশিয়ামের ভারী আয়ন দ্বারা হালকা আয়নগুলো প্রতিস্থাপিত হয়। বড় আয়নগুলো বেশি জায়গা দখল করে থাকে বলে আঘাত সহ্য করার জন্য অধিক জায়গা তৈরি হয়। এর ফলে গ্লাসের শক্তি বেড়ে যায়, চাপ সহ্য করার ক্ষমতা বেড়ে যায়, নমনীয় হয় এবং সর্বোপরি গ্লাসটি ভেঙে বা ফেটে যাওয়ার ঝুঁকি কমে যায়।
টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন প্রস্ততকারক প্রতিষ্ঠান স্যামসাং তাদের ক্যামেরায় প্রথমবারের এই কাচ ব্যবহার করবে।

 

সুইচে ব্লুটুথ অডিও

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ