সব

বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ধুয়ে গেলেন নুসরাত

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩:৪১

  
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত 

মাস কয়েক আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হন নুসরাত। সেটার শুটিং চলাকালে তোলা ছবিও শেয়ার করেছিলেন। এবার প্রচারে এসেছে সেই বিজ্ঞাপন। কিন্তু বিজ্ঞাপনটি দেখে অনুসারীরা প্রশংসা নয়, নিন্দাই ছুঁড়ছেন তার দিকে। এমনকি তার চরিত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে নেটিজেনরা।


একটি ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপনের ভিডিওটি নুসরাত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এতে তাকে দেখা গেছে অভিনেতা রাজ গোস্বামীর সঙ্গে। ভিডিওটির কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

কেউ লিখেছেন, ‘নিজের চরিত্রটাও ডিটারজেন্ট পাওয়ার দিয়ে ধুয়ে ফেলুন’; কারোর প্রশ্ন ‘সাংসদ হয়ে কীভাবে ডিটারজেন্টের বিজ্ঞাপন করছেন?’। আবার এক অনুসারী লিখেছেন, ‘তোমার চরিত্রে যে দাগ আছে, সেটা মুছবে কী দিয়ে?’

এসব ট্রোলিং নিয়ে নুসরাত অবশ্য কোনও মন্তব্য করেননি। কারণ এমন মন্তব্য, আক্রমণ প্রায়শই দেখতে হয় তাকে। তাই তারকা হওয়ার বিড়ম্বনা হিসেবে মানিয়ে নিয়েছেন।

উল্লেখ্য, নুসরাত নিজ মুখে সরাসরি স্বীকার না করলেও তার ছেলের বাবা যে যশ দাশগুপ্ত, সেটা ইতোপূর্বে নিশ্চিত হয়ে গেছে সবাই। কলকাতার পৌরসভা কার্যালয়ে ছেলের জন্ম নিবন্ধনে বাবার নাম হিসেবে যশের নামই লিখেছেন তিনি। সেই তথ্য প্রকাশ্যে আসার পর কারোর মনেই আর সংশয় নেই।

বহুগুণে গুণান্বিত আবেদনময়ী কৌশানি  

যশের সাথে নামে মিল ছেলের

মধুমিতা-যশের ভিডিও!

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী

বেশ ধরে টালিউড আঙিনায় মিথিলা

ত্রিধায় মাতোয়ারা নুসরাতের স্বামী

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ