সব

এগারো রুপিতে সোনমের পারিশ্রমিক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:১২

 

পণ্যের বিজ্ঞাপনী প্রচার কিংবা কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য যে অংকের টাকার পারিশ্রমিক নিয়ে থাকেন বলিউডের নায়িকারা, তা শুনেই চোখ কপালে ওঠার মতো। তাহলে নায়িকারা বড় পর্দায় অভিনয়ের জন্য কত দর হাঁকতে পারেন তা সহজেই অনুমেয়। আর বিশেষ করে সেই অভিনেত্রী যদি হন জনপ্রিয় তারকা, তাহলে তো কোনো কথায় নেই। এই কয়েক দিন আগেও সঞ্জয় লীলা বাসনালির কাছে ১২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়ে আলোচনায় এসেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সোনম কাপুরের গল্পটা অন্য রকম। জনপ্রিয় এ বলিউড অভিনেত্রী মাত্র ১১ ভারতীয় রুপি পারিশ্রমিকের বিনিময়ে একটি ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটাও হয়েছিল সুপারহিট।


বলিউডের এ ছবির নাম ভাগ মিলখা ভাগ। সেই ছবিতে ‘বিরো’র ভূমিকায় অভিনয় করার জন্য ছবির পরিচালক ও অন্যতম প্রযোজক রাকেশ ওমপ্রকাশ মেহরার থেকে মাত্র ১১ রুপি দাবি করেছিলেন সোনম কাপুর। একথা স্বয়ং জানিয়েছেন রাকেশ নিজের আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’-এ। ভাগ মিলখা ভাগ ছবির পরিচালক বইতে লিখেছেন, “সোনমের সঙ্গে আমার এমনিতেই দুর্দান্ত সম্পর্ক। বিশেষ করে দিল্লি-৬-এ কাজ করার সময় আমাদের মধ্যে বন্ধুত্ব আরো মজবুত হয়। তাই যখন এ ছবির জন্য তার কাছে গিয়েছিলাম, এককথায় রাজি হয়ে গিয়েছিল সোনম। মাত্র সাতদিনের কাজ রয়েছে এ ছবিতে, শুনেও পিছিয়ে যায়নি। আর যখন শুনেছিল এ ছবি মিলখা সিংহের বায়োপিক, সেই মুহূর্তে ও আমাকে জানিয়েছিল যে কিছু করতে চায় নিজের পক্ষ থেকে। সেই থেকেই নিজের পারিশ্রমিক নিতে অস্বীকার করে সোনম। পরবর্তী সময়ে শুধুই ‘সাম্মানিক’ হিসেবে ১১ রুপি নিয়েছিল আমার থেকে।” বলা বাহুল্য, বলিউড নায়িকার এ ব্যবহার ও সিদ্ধান্তে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন রাকেশ।

শাহরুখের পাশে সহশিল্পী নায়িকারাও

হৃতিক- দীপিকা জুটির ফাইটার

সোনম কাপুরের লাইফস্টাইল কেমন

শাহরুখ ভক্তদের আশায় গুঁড়েবালি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ