সব

সোনম কাপুরের লাইফস্টাইল কেমন

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:২০


২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন বলি অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের পর থেকে লন্ডনে নটিং হিলের বাড়িতেই বেশি সময় কাটান সোনম। আনন্দের ব্যবসাও সেখানে। গত বছরের জুলাইতে তিনি গিয়েছিলেন লন্ডন। প্রায় এক বছর পর ফিরলেন দেশে। এয়ারপোর্টে বাবা অনিল কাপুরের সঙ্গে দেখা মেলে সোনমের। একবছর পর দেখা হওয়ায় কান্নাভেজা চোখে ধরা দিয়েছিলেন সোনম। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল নেট দুনিয়ায়। আর সেই ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন সোনম বুঝি অন্তঃসত্ত্বা।

তবে এরপর সোনমের একটি পোস্টেই সেই জল্পনার অবসান হয়। সদ্য স্বামী আনন্দ আহুজার জন্মদিন পালন করলেন সোনম। ইন্সটাগ্রামে আনন্দ আহুজার সঙ্গে দারুণ কিছু মুহূর্ত শেয়ার করে লিখলেন, ''শুভ জন্মদিন আমার জীবন আলো। তুমি আমার কাছে বিশ্বের সেরা উপহার। আমার প্রিয়বন্ধু, আমার সঙ্গী, আমার ভালোবাসা। আজ তোমার জীবনের সেরা দিন, খুব ভালো করে কাটাও''।
ব্যক্তিগত জীবনে ভীষণই নিয়মানুবর্তিতার মধ্যে থাকেন সোনম। ডায়েট, শরীরচর্চা, বইপড়া, ফ্যাশন এসব নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সেই সঙ্গে পজিটিভ থাকতেও ভালোবাসেন। তবে তিনি আর স্বামী আনন্দ বেশ কিছু নিয়ম মেনে চলেন। বিশেষত বেডরুমে। ডিনার সেরে নির্দিষ্ট সময়েই ঘুমোতে যাওয়া পছন্দ সোনমের। তবে ঘুমোতে যাওয়ার আগে দুজনেই নিজেদের ফোন অন্যত্র রেখে আসেন। শুধু তাই নয়, যখন নিজেদের মতো করে সময় কাটান তখন তাঁদের ফোন থাকে বন্ধ। সোহম বাকি যুগলদেরও পরামর্শ দিচ্ছেন এই নিয়ম মেনে চলার জন্য।
করোনা আবহে গত একবছর লন্ডনেই ছিলেন তিনি। তার আগে লকডাউনে কিছুদিন দিল্লিতে শ্বশুরবাড়িতে আর কয়েকদিন মুম্বইতে কাটিয়েই ফিরে যান লন্ডনে। সেখান থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরতেন সোশ্যাল মিডিয়ায়। আনন্দের সঙ্গে নতুন বছর উদযাপন করতেও দেখা গিয়েছে তাঁকে। এরই মাঝে PCOS এর সমস্যা নিয়ে ইন্সটাগ্রামে বেশ কিছু ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্যও। সম্প্রতি তিনি জানা, পিরিয়ডসের প্রথম দিনে তাঁর সঙ্গী হল আদা চা আর হট ওয়াটার ব্যাগ। আদা চা খেলে যে ব্যাথার উপশম হয় সেকথাও জানিয়েছেন সোনম।
তবে গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নেপোটিজম বিতর্কে নাম জড়িয়েছিল সোনম কাপুরের। কফি উইথ করণ শো'তে প্রয়াত অভিনেতাকে নিয়ে সোনমের এক মন্তব্য ভালো চোখে দেখেননি সুশান্ত ভক্তরা। এরপরই ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। তারপর থেকে অবশ্য ইন্সটাগ্রামে কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।
বক্স অফিসে সোনমের শেষ ছবি ছিল দ্য জোয়া ফ্যাক্টর, ২০১৯ সালে। যদিও তা একেবারেই সাফল্যের মুখ দেখেনি। সম্প্রতি সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ব্লাইন্ডে অভিনয় করছেন সোনম। বেস কিছু অংশের শ্যুটিংও হয়েছে লন্ডনে।

এগারো রুপিতে সোনমের পারিশ্রমিক

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ