সব

ফিক্সড ডিপোজিট বুকিং সেবায় গুগল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১

 

গুগল পে বা জি-পের মাধ্যমে ভারতে ফিক্সড ডিপোজিট বুকিং সেবা চালু করেছে গুগল। ফিনটেক অ্যাপ্লিকেশন সংস্থা সেতুর সঙ্গে যৌথভাবে কাজ করে এ সুবিধা দেবে গ্রাহকদের। সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গেছে, শিগগিরই গুগল পের মাধ্যমে ফিক্সড ডিপোজিট (এফডি) বুক করা যাবে। খবর এইচটি টেলিকম।

শুরুর দিকে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকে সর্বাধিক এক বছরের এফডি করা যাবে। সর্বোচ্চ সুদের হার থাকবে ৬ দশমিক ৩৫ শতাংশ। ব্যবহারকারীদের ওটিপির মাধ্যমে আধারভিত্তিক কেওয়াইসি জমা করতে হবে। এরই মধ্যে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসের একটি বেটা ভার্সন তৈরি করেছে সেতু। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সূত্রটি জানায়, এ সিস্টেমের সুবিধা অনেক। সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকেব সেভিংস অ্যাকাউন্ট না থাকলেও চলবে। সেখানে অ্যাকাউন্ট ছাড়াই গুগল পে-তে একটি ইকুইটাস এফডি বুক করতে পারবেন। টাকা আপনার এখনকার, গুগল পে-র সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে লেনদেন হবে।


এক বাজার বিশেষজ্ঞের মতে, ভারতে এখন বহু স্টার্টআপের প্রবণতা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটভিত্তিক পরিষেবা দেয়া। কিন্তু আমাদের ভুললে চলবে না যে এখানে সিংহভাগ মানুষ এখনো ফিক্সড ডিপোজিটেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই বাজারেই লক্ষ্য স্থির করেছে গুগল। ভারতে গুগলের প্রায় ১৫ কোটি সক্রিয় মাসিক ব্যবহারকারী। এরই মধ্যে এপিআইয়ের বেটা ভার্সনে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের অপশন এসেছে। সব দিক যাচাই করে গুগল পে-তে পাকাপাকিভাবে আসবে এ সুবিধা।

 জিমেইলে সহজতর জীবন

নতুন ফিচারে গুগল ক্যালেন্ডার

গোপনীয়তাকে আরও সুরক্ষিত করছে গুগল

ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা গুগল মিটে

লেখা ও ছবি একই সাথে, গুগলের নতুন ফিচার

বিংয়ে গুগলের অনুসন্ধান সবচেয়ে বেশি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ