সব

তাপসীর রহস্য-রোমঞ্চ

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৩:৪৫

 

দক্ষিণী সিনেমা থেকে বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই মেধার ছাপ ও অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছেন তাপসী পান্নু। সম্প্রতি এই অভিনেত্রীর নতুন ছবি 'হাসিন দিলরুবা'র ট্রেলার প্রকাশ পেয়েছে, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। প্রথম সপ্তাহেই ভিউয়ারের সংখ্যা সাত মিলিয়ন ছাড়িয়ে যায়। 'হাসিন দিলরুবা' ছবিতে ভিন্ন রকম এক চরিত্রে দেখা যাবে ভারতীয় সিনেমার সাহসী ও আবেদনময়ী এই নায়িকাকে। ছবির টিজারই বলে দেয় 'হাসিন দিলরুবা'র কাহিনিজুড়ে থাকবে অপরাধ ও যৌনতার ভরপুর মিশেল। ছবিতে তাপসীর বিপরীতে থাকছেন বিক্রান্ত মাসি ও হর্ষবর্ধন রানে। উভয়ের সঙ্গেই রয়েছে তাপসীর রোমান্স দৃশ্য। এ সিনেমার রানী কেশ্যাপ চরিত্রে ভিন্নধর্মী অভিনয় ও আলাদা রূপ দর্শকরা পছন্দ করবেন বলেই আশা তাপসী পান্নুর। বিক্রান্তের সঙ্গে তাপসীর বিয়ে। এরপর বিবাহবহির্ভূত সম্পর্ক। বোমা বিস্ম্ফোরণে তাপসীর স্বামীর মৃত্যু। স্বামীর হত্যাকারী হিসেবে সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্তে নামেন স্ত্রী। সেখানে উন্মোচিত হয় তাদের বিবাহ-পরবর্তী বিভিন্ন অজানা দিক। তদন্তে নেমে দেখেন সত্যগুলো হয়ে যাচ্ছে ঝাপসা। ধীরে ধীরে হয়ে ওঠে আরও ঝাপসা। হাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়। অবশেষে নানা চড়াই-উতরাই পেরিয়ে ঘটনার আসল দিক প্রকাশ হয়। বিনিল ম্যাথু পরিচালিত রহস্য-থ্রিলারধর্মী সিনেমা 'হাসিন দিলরুবা' প্রযোজনা করেছেন আনন্দ এল রায়, হিমাংশু শর্মা ও কৃষাণ কুমার। আগামী ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। এতে ইন্সপেক্টর কিশোর রাওয়াতের ভূমিকায় অভিনয় করেছেন সিআইডি-খ্যাত আদিত্য শ্রীবাস্তব।

হাসিন দিলরুবার ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারের শুরুতে তাপসী পান্নুকে ছাদে একজনের সঙ্গে লুকিয়ে প্রেম করতে দেখা যায়। এরপর বোমা বিস্ম্ফোরণে স্বামীর মৃত্যু। পরবর্তী সময়ে হর্ষবর্ধনের সঙ্গে সম্পর্ক- এই স্বল্প সময়ের ট্রেলারই বলে দেয়, সিনেমাটির পরতে পরতে রয়েছে রোমান্স ও থ্রিলার। রয়েছে বিভিন্ন দৃশ্যের টুকরো টুকরো কোলাজ। এরপর একের পর এক রোমান্স আর রহস্যের বেড়াজাল। ট্রেলারে বিক্রান্ত-তাপসীর বিয়ের একটি অংশও উঠে আসে। এরপর বিক্রান্তের সঙ্গে তাপসীর আবেদনময়ী দৃশ্য। কাম, আবেশ, প্রতারণা- ভালোবাসার সঙ্গে জড়িত এই তিনটি রঙের সঙ্গে মিশে আছে খুনের রংও। পরিচালক বিনিল ম্যাথু ভালোবাসার এই তিনটি রঙের সঙ্গে রক্তের রঙের মিশ্রণ খুব নিখুঁতভাবেই ছবিতে ফুটিয়ে তুলেছেন। আর তাপসী পান্নু, বিক্রান্ত, আদিত্য ও রানেসহ সবাই সিনেমার পর্দায় অসাধারণভাবে সেই রংগুলো উপস্থাপন করেছেন। আড়াই মিনিটের ট্রেলারটি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে দর্শকের। তাপসী বরাবরই যৌন আবেদনময়ী নায়িকা। 'হাসিন দিলরুবা'য় তার সাহসী অভিনয়, তার বডি ল্যাঙ্গুয়েজে আবারও বিমোহিত হবেন দর্শক। যৌনতার পাশাপাশি রয়েছে প্রতারণা, রয়েছে অ্যাকশন। সব দৃশ্যেই সাবলীল ছিলেন তাপসী। 'হাসিন দিলরুবা'কে আসলে নির্দিষ্ট কোনো ধারার মধ্যে ফেলা যাবে না। এ ধরনের চিত্রনাট্য সিনেমাপ্রেমীরা পছন্দ করবেন বলেই আশা নির্মাতাদের। টিজার মুক্তির পরই যেভাবে এর চর্চা হচ্ছে, তাতে বোঝাই যায়- দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রযোজক আনন্দ এল রাই জানান, 'হাসিন দিলরুবা' রহস্যে ভরপুর প্রেমকাহিনি। এটাকে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলা যাবে না।' ছবিটি নিয়ে উচ্ছ্বসিত তাপসী ছবির ট্রেলারের বিভিন্ন স্ট্ক্রিনশট শেয়ার করে তার ইনস্টাগ্রামে লেখেন- পেয়ারকে তিন রাং, খুনেকে ছিটেকে সাঙ্গ। পাশাপাশি তিনি ছবিটির পোস্টারও প্রকাশ্যে আনেন। করোনাকালে তাপসী পান্নুর উষ্ণ অবতার আন্দোলিত করে তুলবে অনুরাগীদের মন। প্রেম, প্রতারণা আর যৌনতার ভরপুর মিশেলে বানানো সিনেমাটি মানুষ পছন্দ করবে বলেই আশা করছেন নির্মাতারা। এখন দেখার অপেক্ষা- করোনার এই কঠিন সময়ে বক্স অফিসে কী করে 'হাসিন দিলরুবা'।

 

সৃজিতের পরিচালনায় বায়োপিকে তাপসী

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ