সব

শেরনি বিদ্যা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৩:৩৬

 

বাঘিনীর অত্যাচারে যখন গ্রামবাসী নাজেহাল; এক এক করে গ্রামের বাসিন্দাদের প্রাণ যাচ্ছে, তখনই সেই গ্রামের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার হয়ে এলেন বিদ্যা। সেই বাঘিনীর খোঁজে ছুটে বেড়াচ্ছেন এক নারী ফরেস্ট অফিসার। যদিও তাকে ভালো চোখে দেখছেন না গ্রামবাসী। তার প্রতিটি পদক্ষেপকে সন্দেহ করছেন সবাই। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে কাজের জায়গাতেও নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে। গ্রামবাসীর অবিশ্বাস আর বাঘিনীর ত্রাস- সব এক হাতে সামাল দিচ্ছেন বিদ্যা বালান। প্রকাশ হওয়া ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলার রহস্যের ঘনঘটা আরও বাড়িয়ে দিয়েছে। ছবির ট্রেলার দেখে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য, বিক্ষোভ, জঙ্গল বাঁচানো আর্তি আর বাঘ। টানটান এই ট্রেলার দেখে এতটুকু আঁচ করা যায়, এবারও দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসতে চলেছেন বিদ্যা। আদৌ কি সেই যাত্রায় সফল হবেন বিদ্যা? তার উত্তর মিলবে আগামীকাল। কারণ, কালই বিদ্যা বালান অভিনীত 'শেরনি' মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইমে। চিত্রনাট্য তথা চরিত্রের খাতিরে এর আগেও নিজেকে নানা রূপে ভেঙেছেন। 'শেরনি' ছবিতেও তার ধারাবাহিকতা বজায় রেখেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের ভূমিকায় তাকে বেশ মানিয়েছেও। বিদ্যা বালান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা, মুকুল চড্ডা প্রমুখ।

ছবিটি পরিচালনা করেছেন অমিত মাসুরকার, যিনি এর আগে রাজকুমার রাওকে নিয়ে 'নিউটন' সিনেমাটি বানিয়েছিলেন। ছবিটি সেই সময় দারুণ প্রশংসিত হয়েছিল। বলিউড তারকা বিদ্যা বালানের অভিনয় ক্যারিয়ারে নতুন কাহিনি লিখতে চলেছে 'শেরনি'- এমন দাবি করে ছবির পরিচালক অমিত মাসুরকার ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে বলেন, বিদ্যা বালান যখন যে চরিত্র নিয়ে কাজ করেন, সেই চরিত্রে পুরোটা মনোযোগ দেন। 'শেরনি' ছবিতে বিদ্যা অসাধারণ অভিনয় করেছেন। ছবিটি অ্যামাজন প্রাইমে দেওয়া প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ভারতের করোনা পরিস্থিতির বর্তমান অবস্থায় কবে আবার সিনেমা হলের দরজা খুলবে, তার ঠিক নেই। আর সিনেমা হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও তেমন নেই। এমন পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছবি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে নিজের এই নতুন ছবির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। ছবিটি নিয়ে নানা বিতর্কও হয়েছিল। ছবির টিজারের ঝলকেই বিদ্যা বালানকে পাওয়া গেল একেবারে অন্যরূপে। টিজারে দেখা যায়, এক বাঘিনীর খোঁজে ঘন জঙ্গলের ভেতর পৌঁছে গেছেন বিদ্যা বালান। টিজারের লিংক শেয়ার করে বিদ্যা লেখেন, 'বাঘিনীর কখনও নিজের পথ চিনতে ভুল হয় না।' ছবির ফার্স্ট লুকে বিদ্যাকে দেখা যায় জলপাই রঙের শার্টে। হাতে রয়েছে ওয়াকিটকি। বন্দুকের নলের ফোকাসে রয়েছেন তিনি। ছবিটি নিয়ে এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, 'প্রথমবার চিত্রনাট্য পড়েই ভীষণ ভালো লেগেছিল। এই দুনিয়াটা ফ্যাসিনেটিং লেগেছিল। আমি যে জগতে বাস করি তার থেকে একেবারে আলাদা। ছবিতে আমার চরিত্রের নামও বিদ্যা। শুধু পশু-মানুষের মধ্যে বোঝা পড়াই নয়; এই ছবি মানুষের সঙ্গে প্রাণীর জীবনের নানা সম্পর্ক নিয়ে। এই চরিত্রে অভিনয় করে আমি দারুণ খুশি।' কিছুদিন আগে প্রকাশিত ছবির ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যা বালান ও পুরো শেরনি ছবির টিম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। ভারতের অনেক সিনেমাবোদ্ধার মতে, এ ছবি দেখলে আবার মনে বিশ্বাস জন্মায়- এই ছবির মাধ্যমে ভারত আবারও অস্কারের মঞ্চে উজ্জ্বল হতে পারে।'

 

আরিয়ানের ভুল ভুলাইয়া

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ