গত ৬ জুলাই ছিল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ছত্রিশতম জন্মদিন। এদিন নিজেকে নিজেই দারুন একটা উপহার দিয়েছেন রণবীর। কিনেছেন মার্সেডিজ মেবাচ জিএলএস ৬০০ মডেলের নতুন একটি গাড়ি। এটির মূল্য ২ কোটি ৪৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় ২ কোটি ৭৬ লাখ টাকা।
নিত্য নতুন মডেলের গাড়ি নিজের সংগ্রহে রাখা রণবীরের ভীষণ পছন্দের। মার্সেডিজের নতুন মডেলের এই গাড়িটি গত মাসেই ভারতে এসেছে। তাই আর দেরি করেননি রণবীর। নিজের জন্মদিনেই কিনে ফেলেছেন গাড়িটি। এর আগে গত মে মাসে রণবীর আরও একটি নতুন মডেলের গাড়ি কিনেছিলেন। ল্যাম্বরগিনি উরুস পার্ল ক্যাপসুল ব্রান্ডের ওই গাড়িটির দাম পড়েছিল তিন কোটি ১৫ লাখ রুপি। ল্যাম্বরগিনির ওই মডেলটি ভারতে আসে গত মার্চ মাসে।
রণবীরের সংগ্রহে আরও রয়েছে অস্টিন মার্টিন র্যাপিড এস ব্র্যান্ডের গাড়ি, যার দাম ৩ কোটি ৮৮ লাখ রুপি। এছাড়াও তার কাছে ১ কোটি ৬০ লাখ রুপির ল্যান্ড রোভার রেঞ্জ রোভার, ৯৯ লাখ ৫৫ হাজার টাকার জাগুয়ার ফ্ল্যাগশিপ এক্স জে এল, অডি কিউ ফাইভ, ল্যান্ড ক্রুজার প্রাডো এবং মারুতি সুজুকি সিয়াজের মতো গাড়িও রয়েছে।
রণবীর সিংকে আগামীতে দেখা যাবে '৮৩’ ছবিতে । এই ছবিতে তিনি অভিনয় করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার কপিল দেবের ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। ২০২০ সালের সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। এতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সূত্র : জি নিউজ