সংবাদ মাধ্যমে আসছিল নতুন চুক্তির খবর। কিন্তু গত বৃহস্পতিবার আচমকাই বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব নয়।
এরপর থেকে চলছে মেসির নতুন গন্তব্য নিয়ে গুঞ্জন। সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে পিএসজির নাম। দলটির আর্জেন্টাইন কোচের সঙ্গে মেসির ফোনালাপ হয়েছে বলেও খবর বের হয় গণমাধ্যমে।
রোববার সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দেন মেসি। ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়া নিয়েই কথা হচ্ছে বেশি। সেখানেই কি যাচ্ছেন তিনি?
“পিএসজি একটি সম্ভাবনা, তবে এই মুহূর্তে কোনো দলের সঙ্গে আমার কোনো কিছু নেই। বার্সেলোনা বিবৃতি দেওয়ার পর আগ্রহী অনেক ক্লাব থেকে আমি প্রস্তাব পেয়েছি। এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি, কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”
১৩ বছর বয়সে বার্সেলোনায় আসা মেসির মূল দলে অভিষেক হয় ২০০৪ সালে। হয়ে ওঠেন ফুটবলের মহাতারকাদের একজন। স্পেনের ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, গোল করা, শিরোপা জয়সহ আরও অনেক রেকর্ড গড়েছেন তিনি। এই ক্লাবের হয়েই আলো ছড়িয়ে ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা জিতেছেন ছয়টি ব্যালন ডি’অর।