একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহার, ভিউ অপশন, মেসেজ অদৃশ্য করার মোড-এই তিনটি ফিচার খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আসছে বলে জানিয়েছে ওয়াবেটাইনফো। হোয়াটসঅ্যাপ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগামী দুই মাসের ভেতর ফিচারগুলো আসতে পারে।
ওয়াবেটাইনফো পাঁচ বছরের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য নিয়ে খবর প্রকাশ করছে। সাইটটির একজন প্রতিবেদক, সম্প্রতি হোয়াটসঅ্যাপ সিইওর সঙ্গে একটি গ্রুপ চ্যাটে কথা বলছিলেন।
সেখানে হঠাৎ মার্ক জাকারবার্গ প্রবেশ করেন।
জাকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজ অপশন আসার পর জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে মেসেজ অদৃশ্যের অপশনটি আসার পর ব্যবহারকারীরা বেশি খুশি। এখন এই ধরনের আলাদা একটি মোড আনার চেষ্টা চলছে। সেটি আসলে গোপন খুদেবার্তা আলাদা চ্যাট থ্রেডে সাময়িক সময়ের জন্য দেখা যাবে।
তিনি আরও জানান, ভিউ নামের আরেকটি অপশন দ্রুত আসবে। এর মাধ্যমে শুধুমাত্র প্রাপকই আপনার ছবি এবং ভিডিও দেখতে পাবেন।
একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে ডেভেলপাররা। জাকারবার্গ জানিয়েছেন, প্রযুক্তিগত দিক থেকে এটি খুব জটিল একটি ফিচার।
মাস দুয়েকের ভেতর এটি পাওয়া যেতে পারে।