সব

গরমের আরাম টিশার্টে

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৪:০৬

ছেলেদের ফ্যাশনে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্যনতুন ডিজাইনের আরামদায়ক পোশাক। তবে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে টি-শার্ট। ক্যাজুয়াল পোশাকে জিন্সের সঙ্গে এখন সবচেয়ে বেশি মানানসই হয়ে উঠছে পলো বা রাউন্ড টি-শার্ট। যে কোনো বয়সের জন্যই এসব টি-শার্ট মানানসই হয়ে উঠবে। ক্যাজুয়াল পোশাকে তাই এর চেয়ে আরামদায়ক দ্বিতীয়টি নেই। টি-শার্টের কদর একাল-সেকাল সব কালেই বিদ্যমান। রাউন্ড-নেক, ভি-নেক বা পলো টি-শার্টের ওপর লেখা মজার কোটেশন বা কার্টুনের আকর্ষণে মাতোয়ারা তারুণ্য। শুধু টিনএজারদের কথাই-বা বলি কেন, অফিসপাড়ার অনেক কর্মকর্তাও বাদ যান না। কয়েক বছর ধরেই চলছে এই ট্রেন্ড। তাতে ঘাটতি পড়েনি এখনও। এখন ঋতু বদলেছে। দিনে গরম আর রাতে ঠান্ডা। এ সময় টি-শার্টই প্রধান আকর্ষণ। সব ঋতুতেই ছেলেদের প্রথম পছন্দ। আসলে আজকাল ক্যাজুয়াল ওয়্যার স্টেটমেন্ট হিসেবে টি-শার্টের চেয়ে আরাম আর দ্বিতীয়টি নেই। আর আরামের এই ভূষণটির আবেদন প্রায় সবার কাছেই সমান। তাই হাল ফ্যাশনে টি-শার্টের কদর ছিল একাল-সেকাল সবকালেই।

অফিস কিংবা বাজার- কাজে বাইরে বের হতে ঝটপট পরে নেওয়ার সুবিধা তো রয়েছেই, সঙ্গে ফ্যাশনেবল লুক। তাই সহজভাবেই সবার কাছে টি-শার্টই প্রিয়। আজকাল নানা লেখা আর গ্রাফিক্সের টি-শার্ট দারুণ জনপ্রিয়। এই প্রজন্ম একটু হটকেক। আর ফ্যাশনেও একটু ভিন্নতা থাকা উচিত বলে মনে করেন ফ্যাশন ডিজাইনাররা। মনের ছবির বহিঃপ্রকাশ হিসেবে নিঃসন্দেহে এ এক বেস্ট ট্রেন্ড। পাশাপাশি এক রঙা টি-শার্টও ধরে রেখেছে তার জৌলুস।

অন্যদিকে স্টাইল স্টেটমেন্টে পলো টি-শার্টও অনন্য। এটি সাধারণত নিট কাপড়ে তৈরি হলেও ব্র্যান্ডভেদে কিছু কিছু পলো টি-শার্টের কাপড় এবং বোতামে রয়েছে ভিন্নতা। পলো টি-শার্ট খুব বেশি এক্সপেরিমেন্টাল পোশাক না হলেও এতে মাঝে মধ্যে ঐচ্ছিক পকেট দিয়ে থাকেন ডিজাইনাররা। বাজারে এক কালারের পলো টি-শার্ট রমরমা ব্যবসা করলেও পিছিয়ে থাকে না স্ট্রাইপের ডিজাইন করা পলো টি-শার্টও। স্ট্রাইপ ডিজাইন করা পলো টি-শার্টগুলোর ডিজাইন পোশাকে আনে বৈচিত্র্য।

বাজারে সবুজের বিভিন্ন শেড, লালের বিভিন্ন শেড, নীল, বাসন্তী, নীল ইত্যাদি রঙের টি-শার্ট ক্রেতার নজর কাড়ছে। এসব উজ্জ্বল রং ছাড়াও কিছু হালকা রং আছে, যা সব বয়স আর সবার পছন্দের শীর্ষে থাকে। যেমন ছাই, বাদামি, হালকা বেগুনি।

ফ্যাশনের নতুন দিগন্ত ইয়োলো

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ