সব

টোকিও অলিম্পিকে এবার নেই যারা

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:৫৭


 নানা চড়াই-উতড়াই পার করে করোনা পরিস্থিতিতেই অবশেষে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। এবারের আসর বসবে জাপানের টোকিওতে। করোনা প্রতিরোধের সব রকমের সর্তকতা নিয়েই আগামী ২৩ জুলাই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় আসরের।

এবারের আসরে বিশ্ব দেখবে না এমন সব অলিম্পিক গ্রেটদের। যাদের না থাকা অলিম্পিকের জন্য একপ্রকার শূন্যতা। করোনা ভাইরাস, ইনজুরি, কোয়ালিফাইসহ বিভিন্ন কারণেই এবারের অলিম্পিক আসরে দেখা মিলবে না অনেক তারকাদের।

এবারের অলিম্পিকে তারকাশূণ্য হয়ে থাকবে টেনিস। নাম প্রত্যাহার করেছেন চার অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। খেলছেন না দুই স্বর্ণজয়ী স্পেনের রাফায়েল নাদালও। নাম প্রত্যাহার করেছেন বিয়ানকা আন্দ্রেসকো, জোহানা কন্তা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যাঞ্জেলিক কেরবার ও নিক কিরগিওসের মতো তারকারা।

ইনজুরির কারণে অংশ নিচ্ছেন না রজার ফেদেরার। হাটুর ইনজুরিতে ভুগছেন এ সুইস তারকা। এছাড়াও খেলতে পারছেন না ডমিনিক থিম, সিমোনা হালেপ, স্ট্যান ওয়ারিঙ্কা ও মনিকা পুইগ। এছাড়া অ্যাথলেটিক্সে মো. ফারাহ, জাস্টিন গ্যাটলিন, সেরেনা উইলিয়ামসদের ছাড়াই হচ্ছে এবারের আসর।

ভারতের অভিনব বিন্দ্রা ২০০৮ আসরে শ্যুটিংয়ে স্বর্ণ জিতে হইচই ফেলে দিয়েছিলেন। রিওতে ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হয়ে বিদায় বলে দেয়া এ শ্যুটারকেও মিস করবে টোকিও অলিম্পিক।

টোকিও পাচ্ছেনা বেশ কয়েকজন ফুটবল তারকাকেও। এর মধ্যে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, মিসরের মোহামেদ সালাহ, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরা।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোয়ালিফাই করতে পারেননি ৪ অলিম্পিকজয়ী বৃটিশ অ্যাথেলেট মো. ফারাহ।

২০১৬ রিও অলিম্পিক বিদায় দিয়েছিলো মাইকেল ফেলপস ও উসাইন বোল্টের মতো তারকাদের। যারা শুধু সুপারস্টারই নন, হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে বড় এ গেমসের সমার্থক। যতবার গেমস আসবে ততবার তাদের মিস করবে গোটা বিশ্ব।

ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ