সম্প্রতি টলিউড সরগরম অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে নিয়ে। মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে কোনো মন্তব্য করেননি নায়িকা। যদিও সামাজিক মাধ্যমে নতুন নতুন বার্তা দিয়ে নেটিজেনদের কৌতূহলী করে তুলছেন।গত কয়েক মাস ধরেই পেজ থ্রি-র পাতায় মুখোরোচক খবরে বারবার উঠে এসেছে টলিউড তারকা নুসরাত জাহানের স্বামী নিখিল জৈন-এর নাম। নুসরাতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বারেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে নিখিল জৈন। পেশায় তিনি বস্ত্র ব্যবসায়ী। নামী এক প্রতিষ্ঠানের সিইও, নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তার। ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছিলেন নুসরাত আর নিখিল। তাদের সম্পর্ক নিয়েও তো জল্পনা কম হয়নি। দু-বছর আগের ২৮ মে নিখিলের সঙ্গে প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন নুসরাত। তুরস্কের সাজানো শহরে রাজকীয় সেই বিয়ে উঠে এসেছিল সংবাদ শিরোনামে। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভালোবাসাও যেন গায়েব। নিখিলকে সরিয়ে দিয়ে নতুন প্রেমলীলায় মজে উঠলেন নুসরাত জাহান। টলিউড অভিনেতা যশের সঙ্গে নুসরাতের সম্পর্কটা এখন অনেকটা খোলামেলাই বলা যায়। চলতি সপ্তাহের শুরুতেই যশকে নিজের প্রেমিক হিসাবে স্বীকৃতিও দিয়ে দিয়েছেন নুসরাত। হামেশাই একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। এবার অভিনেত্রী ও তার স্বামী নিখিল জৈনকে নিয়ে নতুন খবর দিল ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
তবে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে দু’জনের। অবশ্য সেই সাক্ষাৎ আর খুব সুখকর হবে না। কারণ দীর্ঘ দিনের বিচ্ছেদের পর এবার সোজা আলিপুর আদালতে মুখোমুখি হবেন তারা।
সংবাদমাধ্যমকে নিখিল জানিয়েছিলেন, নুসরাতের সঙ্গে বিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন তিনি। আগামী ২০ জুলাই সেই মামলার শুনানির দ্বিতীয় তারিখ। বিচ্ছেদের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আদালতে উপস্থিত হতে হবে দু’পক্ষকেই।
বিনোদন পাড়ায় গুঞ্জন ছিল, নুসরাতের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিচ্ছেদের মামলা করেছিলেন স্বামী নিখিল। তবে নিখিল বলেন, যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি।