সব

ইভ্যালিতে কোরবানির গরু

আপডেট : ১৯ জুন ২০২১, ১২:৫৭

সামনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্তু করোনা মহামারিতে জনজীবন স্থবির। অনেকেই এখন ঘরে বসে সাধ্যের জিনিস পেতে স্বাচ্ছন্দ্য পান। এবার ঈদে ঘরে বসে কোরবানির পশু কেনার সুযোগ করে দিচ্ছে ইভ্যালি। জনপ্রিয় এই ই-কমার্স সাইটে গরুর হাট’ থেকে কেনা যাবে এবারের কোরবানির পশু। ভার্চুয়াল এ হাটে পাওয়া যাবে দেশি প্রতিষ্ঠান আলমগীর র‌্যাঞ্চ লিমিটেডের গরু।

ইভ্যালি থেকে আলমগীর র‌্যাঞ্চের গরু কেনার পর গ্রাহকের নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিবে ইভ্যালি কর্তৃপক্ষ। আর ‘ইভ্যালি গরুর হাট’ থেকে এখনই গরু কিনলে কোরবানির আগ পর্যন্ত গরুর যাবতীয় দায়িত্ব নেবে আলমগীর র‌্যাঞ্চ।

এ সময়ের জন্য কোনো খরচ গ্রাহককে বহন করতে হবে না। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে গরুর ওজন বেড়ে গেলেও গ্রাহককে অতিরিক্ত ওজনের জন্য বাড়তি কোনো মূল্য পরিশোধ করতে হবে না। পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী কোরবানি ঈদের তিন থেকে চার দিন আগে সুষ্ঠুভাবে গরু গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

রোজায় কেমন খাবার চাই

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ