সব

মিস ইউনিভার্স আন্দ্রে মেজা

আপডেট : ২৩ মে ২০২১, ০৫:৫৩

বিশ্বের ৭৩ সুন্দরীকে পেছনে ফেলে সেরার মুকুট মাথায় নিলেন মেক্সিকোর ফ্যাশন মডেল আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা। ৬৯তম মিস ইউনিভার্স হয়েছেন মেক্সিকোর সুন্দরী আন্দ্রে মেজা। সম্প্রতি ফ্লোরিডায় অনুষ্ঠিত চূড়ান্ত অনুষ্ঠানে মিস ইউনিভার্সের মুকুট ওঠে মেজার মাথায়।

২৬ বছর বয়সী মেজা জন্মেছেন মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। তার পূর্বপুরুষদের আবার চৈনিক সংযোগ রয়েছে। মেজা ২০১৭ সালে চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েট হন।

আন্দ্রেয়া মেজা একজন মেকআপ আর্টিস্ট ও মডেল। জন্ম শহর চিহুয়াহুয়ার ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালনের পাশাপাশি নারী অধিকার নিয়ে কাজ করেন।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি মেজা একজন অ্যাক্টিভিস্টও। তিনি স্থানীয় মিউনিসিপাল ইনস্টিটিউট ফর ওমেনের সঙ্গে কাজ করেন। সংগঠনটি নারীর প্রতি সহিংসতা হ্রাসে কাজ করে।

মডেলিংয়ের পাশাপাশি মেজা সার্টিফায়েড মেকআপ আর্টিস্ট। এসবের সঙ্গে তিনি আবার তার হোমটাউন চিহুয়াহুয়ার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

মডেলদের লাইফস্টাইল বেশ নিয়ন্ত্রিতই হয়। মেজাও তার ব্যতিক্রম নন। তিনি স্বাস্থ্যসচেতন নারী। খাবারের মধ্যে তিনি খান মেক্সিকান নিরামিষ। পাশাপাশি খেলাধুলায় সময় দেন—র্যাপেলিং ও স্যান্ড বোর্ডিং তার পছন্দের স্পোর্টস।

বৈশ্বিক এ আসরে বিজয়ী হওয়ার পর উচ্ছ্বসিত আন্দ্রেয়া মেজা এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “মেক্সিকো, এটি (মুকুট) তোমার জন্য।”

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিলের জুলিয়া গামা। দ্বিতীয় রানারআপ হয়েছেন পেরুর জেনিক মাসেতা ও তৃতীয় রানারআপ হয়েছেন ভারতের অ্যাডলিন কাস্টালিনো।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ