পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে গেল ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে গেল সৌরযান। গত বৃহস্পতিবার গভীর রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে যানটি। বৃহস্পতিবার গভীর রাতে মহাকাশযানটি তার চতুর্থ বার কক্ষপথ বদল করে পঞ্চম কক্ষপথে পা রেখেছে সে। এ বার লক্ষ্য সূর্য ও পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ বা এল১ পয়েন্ট।
চতুর্থ কক্ষপথ পেরুনোর ফলে আদিত্য-এল১-এর গতি আরও বৃদ্ধি পেয়েছে। বেড়েছে পৃথিবীর সঙ্গে দূরত্বও। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সফলভাবে বদলে ছিল সৌরযান। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, ‘সৌরযান সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে ফেলেছে। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের ওপর নজর রাখা হচ্ছে।’
ইসরো জানিয়েছে, আদিত্য-এল১ এ মুহূর্তে ২৫৬ কিমি * ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হলো, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৫৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ১,২১,৯৭৩ কিলোমিটার।
চাঁদে সফল অভিযানের পর গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করে ইসরোর সৌরযান আদিত্য-এল১। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বের হতে পেরেছে সৌরযানটি।
মহাকাশ গবেষণা সংস্থাটি জানায়, আদিত্য-এল ১ এর থাকছে সাতটি পেলোড। এর মধ্যে চারটি পেলোড সূর্যকে পর্যবেক্ষণ করবে। আর বাকি তিনটি পেলোড বিভিন্ন কণা এবং ক্ষেত্রকে বিশ্লেষণ করবে। এ ছাড়া এতে বিদ্যুৎচৌম্বকীয় কণা এবং চৌম্বকীয় ক্ষেত্র ডিটেক্টরও ব্যবহার করা হয়েছে।
পৃথিবী থেকে দূরের কোনও মহাজাগতীয় বস্তুর দিকে আগেও মহাকাশযান পাঠিয়েছে ইসরো। এই নিয়ে পঞ্চমবার মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথের বাইরে পাঠাতে সফল হলো সংস্থাটি। এর মধ্য দিয়ে সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য ভারতীয় বিজ্ঞানীরা জানতে পারবেন বলে মনে করা হচ্ছে।