টিভি সিরিজ, নাটক , সিনেমার যুগে মঞ্চ নাটকের কথা তেমন একটা শোনা যায়না। অথচ এই মঞ্চ নাটকের হাত ধরেই বাংলাদেশের অনেক বড় বড় অভিনেতাদের পথ চলা শুরু।
প্রায় সাত বছর পর মঞ্চ নাটকে অভিনয় করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও নাটকটি মঞ্চায়িত হয়েছে অস্ট্রেলিয়ায়। সাথে আছেন খ্যাতিমান নাট্যকার বৃন্দাবন দাশ-অভিনেত্রী শাহনাজ খুশী দম্পতি এবং তাদের দুই সন্তান দিব্য ও সৌম্য।
বঙ্গজ ফিল্মসের ব্যানারে ব্যাঙ্কসটাউন, ব্রায়ান ব্রাউন থিয়েটারে তারা মঞ্চে উঠেন গত রোববার যেটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বৃন্দাবন দাস। পরিবেশন করা নাটকটির নাম ‘দড়ির খেলা‘। অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহনাজ খুশী ও তার পরিবার সর্বশেষ ২০১৬ সালে মঞ্চে উঠেছিল সেটাও এই অস্ট্রেলিয়াতেই। কিন্তু সেই সময় সৌম্য ও দিব্য অনেকটা ছোট থাকায় তখন তাদের চরিত্র রাখা হয়েছিল সেভাবেই। কিন্তু এই বারের বাপারটা পুরোপুরি আলাদা। তারা এখন ম্যাচিউর এবং মঞ্চও শেয়ার করছে সমানভাবেই।
চঞ্চল চৌধুরী জানালেন, সিডনির দর্শকের ভালোবাসায় তিনি মুগ্ধ। অস্ট্রেলিয়ার দুটি শো করেছেন তারা। অভিনয়ের পাশাপাশি শ্রোতাদের গানও শোনাতে হয়েছে।
‘দড়ির খেলা’নাটকটি মূলত যুদ্ধবিরোধী কাহিনি নিয়ে রচিত। চঞ্চল চৌধুরীর, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি ও তাদের দুই সন্তান ছাড়াও অষ্ট্রেলিয়ার স্থানীয় কিছু শিল্পীও এতে অভিনয় করেছেন নাটকটিতে।