ঈদকে সামনে রেখে শুরু হয়েছে আইফোনপ্রেমীদের জন্য মাসব্যাপী ক্যাম্পেইন। শুরু করেছে অ্যাপল পণ্যের অথোরাইজড রিসেইলার গেজেট অ্যান্ড গিয়ার (জিএন্ডজি)। এই ক্যাম্পেইনের আওতায় ম্যাকবুক এয়ার, অ্যাপল ওয়াচ, অ্যাপল এয়ারপডস প্রো, অ্যাপল ম্যাগশেফ চার্জারের পাশাপাশি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
জিঅ্যান্ডজি থেকে আইফোন যেকোন মডেল কিনলেই গ্রাহক একটি নিশ্চিত পুরস্কার পাবেন। বিটিআরসি অনুমোদিত প্রতিটি ফোনে গ্রাহকের জন্য রয়েছে ১৮ মাসের এএমআই এ ক্রয়ের সুবিধা এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনের অফার পেতে আইফোন কেনার পরে গ্রাহকের ফোন থেকে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠালে নিশ্চিত পুরস্কারের ফিরতি বার্তা পাবেন।
এদিকে, বাজারে কাঁপাতে অ্যাপল এনেছে অ্যাপল এয়ারট্যাগ, আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি।
অ্যাপল আইম্যাক ২০২১: অ্যাপলের নতুন আইম্যাকের ফ্রেম একেবারেই চিকন। এতে রয়েছে নতুন এম-ওয়ান সিস্টেম। ৪.৫-কে ডিসপ্লেসহ রয়েছে আরও অনেক ফিচার। নতুন ক্যামেরায় নতুন আইম্যাক সবুজ, গোলাপি, নীল ও রূপালি- চারটি রঙে পাওয়া যাবে।
অ্যাপল আইপ্যাড প্রো ২০২১: নতুন আইপ্যাড প্রোতে এমআই সিস্টেমের একটি চিপ রয়েছে। যেটি অ্যাপলের ম্যাকবুকস এবং আইম্যাকে ব্যবহৃত হয়।
অ্যাপল টিভি ফোর-কে: এটি অ্যাপল এ-১২ বায়োনিক চিপসেটের সমন্বয়ে তৈরি হয়েছে। অ্যাপল টিভির নতুন ফিচারে দুটি হাই পারফরম্যান্সমহ ছয়টি কোর ডিজাইন এবং চারটি পাওয়ারের সিপিইউ কোর ব্যবহৃত হয়েছে।
অ্যাপল এয়ারট্যাগ, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি: অ্যাপলের ইকো-সিস্টেম ব্যবহারকারীরা নতুন অ্যাপল এয়ারট্যাগ ব্যবহার করতে পারবেন। এছাড়া সম্প্রতি বাজারে আসা আইফোন ১২ এবং আইফোন ১২ মিনিও কিনতে পারবেন ব্যবহারকারীরা।