অডিও রুমে ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাতে নতুন ফিচার নিয়ে কাজ করছে সোস্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ক্লাবহাউজ। গবেষক জেন মুঞ্চুম ওয়াং প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী নতুন ফিচারটি ওয়েভস নামে পরিচিত। খবর গ্যাজেটস নাউ।
এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা ওয়েভ বা হাত নাড়ানোর মাধ্যমে তাদের বন্ধুদের অডিও রুমে আমন্ত্রণ জানাতে পারবেন। এজন্য যে কেউ সহজেই ক্লাবহাউজের লোগোর পাশে থাকা হাত আকৃতির বাটনে ক্লিক করে অন্য কাউকে আমন্ত্রণ জানাতে পারবেন। আমন্ত্রণ পাওয়ার পর যদি কেউ তাত্ক্ষণিকভাবে উত্তর দিয়ে থাকেন, তাহলে ক্লাবহাউজ তখন সেই ব্যবহারকারীর জন্য আলাদা রুম তৈরি করে থাকে। তবে নতুন এ ফিচারের বিষয়ে এখনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এছাড়াও গত মাসে আইওএস অ্যাপের জন্য স্পেশাল অডিও সাপোর্ট ফিচার চালু করেছে ক্লাবহাউজ। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরো উন্নত শাব্দিক অভিজ্ঞতা পাচ্ছেন। প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী খুব শিগগির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এ ফিচার চালু করা হবে।
গত বছর চালু হলেও করোনা মহামারীর শুরুর দিকে ক্লাবহাউজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। মার্ক জাকারবার্গ ও ইলোন মাস্কের মতো খ্যাতিমান ব্যক্তিরা যখন এ প্লাটফর্মে যুক্ত হয়, তখন এর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে।