সব

নতুন ফিচার সনির হেডফোনে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩

 

অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), মাল্টি ডিভাইস কানেক্টিভিটিসহ একাধিক ফিচার নিয়ে বাজারে নতুন ওয়্যারলেস হেডফোন এনেছে জাপানের বহুজাতিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান সনি। সনি ডব্লিউএইচ-এক্সবি৯১০এন নামে এটি বাজারে আনা হয়েছে। এর সঙ্গে ডব্লিউএফ-সি৫০০ নামে একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসও এনেছে প্রতিষ্ঠানটি।

অন্যান্য প্রিমিয়াম ট্রু ওয়্যারলেস হেডফোনের মতো সনি ডব্লিউএইচ-এক্সবি৯১০এনে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের (এএনসি) পাশাপাশি ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এতে ভাঁজযোগ্য ডিজাইন রয়েছে। হেডফোনটিতে ৪০ মিলিমিটারের ড্রাইভার রয়েছে, যা ২০-২০ হাজার হার্টজ পর্যন্ত শব্দ তরঙ্গ উৎপাদনে সক্ষম।

হেডফোনটিতে ইনবিল্ট মাইক্রোফোন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কানেক্টেড স্মার্টফোনে আসা কল সহজেই রিসিভ করতে পারবেন। সনির ডব্লিউএইচ-এক্সবি৯১০এন হেডফোনটি ব্লুটুথ এবং ফাস্ট পেয়ার ও সুইফট পেয়ার ফিচারের মাধ্যমে একই সঙ্গে দুটি ডিভাইসে যুক্ত করা যাবে। হেডফোনটিতে এলডিএসি, এসবিসি এবং এএসি অডিও কোডেক সাপোর্ট করবে।

নতুন এ হেডফোনটিতে অ্যাডাপ্টিভ সাউন্ড কন্ট্রোল ফিচার রয়েছে, যেটি ব্যবহারকারীর অধিক যাতায়াতকৃত স্থানের তথ্য সংগ্রহ করে এবং পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ শব্দ নির্ধারণ করে থাকে। হেডফোনে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও অ্যালেক্সা ব্যবহার করা যাবে। সনির ডব্লিউএইচ-এক্সবি৯১০এন হেডফোনের পাশে যে টাচ প্যানেল রয়েছে, সেটির মাধ্যমে ব্যবহারকারীরা ভলিউম বাড়ানো-কমানোর পাশাপাশি ভয়েস কলও দিতে পারবেন। ডিভাইসটিতে ৩ দশমিক ৫ মিলিমিটারের ওয়্যারড প্লেব্যাক সুবিধাও দেয়া হয়েছে।


সনির নতুন ওয়্যারলেস হেডফোনে ইউএসবি টাইপ-সি চার্জিং ফিচার ও ব্লুটুথ ভার্সন ৫.২ দেয়া হয়েছে। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) চালু অবস্থায় হেডফোনটি ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। প্রতিষ্ঠানটি জানায়, সাড়ে ৩ ঘণ্টায় সনির ডব্লিউএইচ-এক্সবি৯১০এন হেডফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেয়া যাবে। তাদের দাবি, মাত্র ১০ মিনিটের চার্জে হেডফোনটি সাড়ে ৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। বহনযোগ্য কেসিংসহ হেডফোনটি পাওয়া যাবে। এর ওজন ২৫২ গ্রাম।

বাজারে কালো ও নীল এ দুই রঙে ওয়্যারলেস হেডফোনটি পাওয়া যাবে। এর মূল্য ১৮ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ