সব

কর্মক্ষেত্রে পোশাকের গুরুত্ব

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:১৮


এই সময়ে শুধু কঠোর পরিশ্রমই নয় পেশাগত জীবনে পোশাকেও সচেতন হতে হয়। তাই সহকর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সুদৃষ্টি পেতে কিছু নিয়ম মেনে পোশাক পছন্দ করা উচিৎ।

অফিসের জন্য কীভাবে তৈরি হতে হবে তা নিয়ে কিছু টিপস দিয়েছেন ইন্টারন্যাশনাল লাক্সারি একাডেমির পরিচালক মোনিকা গার্গ।

- উচ্চপদস্থ কর্মকর্তার সামনে যাওয়ার আগে শার্ট বা কোটের বোতাম অবশ্যই ভালোভাবে আটকে রাখতে হবে।

- দৌড়ানোর জুতা পরে অফিসে যাওয়া উচিৎ নয়।

- অফিসের সবসময়ই মাপ-মতো বানানো পোশাক পরা জরুরি। নিজের মাপের চেয়ে ছোট বা বড় পোশাক পরা উচিৎ নয়।

- অফিসের জন্য সবচেয়ে সাধারণ, জনপ্রিয় এবং চলতি রংয়ের পোশাকে নিজের ওয়াড্রব সাজিয়ে তুলুন।


- ‘ক্লাসিক’ পোশাকের উপর বিনিয়োগ করুন। কারণ এগুলোর বিভিন্ন উপলক্ষ্যে পরিধান করা যায়, দামেও সাশ্রয়ি।

- নিজের ব্যক্তিত্ব আলাদাভাবে ফুটিয়ে তুলতে ঘড়ি, টাই, জুতা, ব্যাগ, গয়না ইত্যাদি অনুসঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

- কর্মক্ষেত্রের স্টাইলের ক্ষেত্রে সব ঋতুতেই মানানসই এমন ধরনের কাপড় এবং রংয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিৎ।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ