ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এ নায়িকা দীর্ঘদিন ধরে পর্দায় নেই। মাঝে মিউজিক ভিডিও করলেও সিনেমা হলে পাওয়া যায়নি ‘অগ্নিকন্যা’-কে। মাহি ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অবতার সিনেমা। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় অবতারে অভিনয় করছেন মাহিয়া মাহি। তার সঙ্গে আছেন রুশো। আমিন খান আছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। অবতার নিয়ে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘গত ১৯ জুলাই ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও সেটা করা হয়নি। আগামী ১৩ সেপ্টেম্বর এটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে আমরা হল বুকিংসহ নানা প্রস্তুতি নিচ্ছি।’ পরিচালক জানান, সমাজের বেশকিছু অরাজকতা ছবিতে উঠে আসবে। এর মধ্যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখানো হয়েছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করবেন মাহি ও আমিন খান। এটি মাহমুদ হাসান শিকদারের প্রথম চলচ্চিত্র। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত, সুস্মিতা সিনহা, শিল্পী সরকার অপু, মিলন ভট্টসহ অনেকে। এর আগে গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে মাহিয়া মাহির শেষ ছবি অন্ধকার জগৎ।
এদিকে লকডাউন খুলে দেয়ার পর তারকা শিল্পীরা একে একে শুটিং সেটে ফিরছেন। শুধু সিনেমা মুক্তিই নয়, শুটিং সেটেও ফিরছেন জনপ্রিয় এ নায়িকা। মাহি জানালেন, মাফিয়া নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ের মধ্য দিয়ে ফিরছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায়। মাফিয়া পরিচালনা করছেন শাহীন সুমন। গতকাল শুটিংয়ে অংশ নিয়েছেন মাহি। মাফিয়ার নির্মাণ শুরু হয়েছিল গত বছর। রাজধানীর উত্তরায় কিছু দৃশ্যধারণ হয়েছে। এবার মাফিয়া দলে মাহিয়া মাহিসহ যোগ দিয়েছেন অভিনেতা মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।
বিগ বাজেটের ১৫০ পর্বের এ ওয়েব সিরিজ আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়েই নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এ ওয়েব সিরিজে মূলত জাহিদ হাসানকে ননী ভাই নামে এক ক্ষমতাসীন ব্যক্তির চরিত্রে দেখা যাবে। এছাড়া একটি আইটেম গানে পারফর্ম করবেন লাজুক। শাহীন সুমনের গল্পে মাফিয়ার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও সিনেবাজ অ্যাপে। সবশেষ শিহাব শাহীনের পরিচালনায় মরীচিকা দিয়ে আলোচনায় আসেন মাহি। মাহি বলেন, মরীচিকায় কাজ করে খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল। দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছিলাম। মাফিয়ার গল্পটিও চমত্কার। আশা করি, এ ওয়েব সিরিজের কাজও ভালো হবে। মাহির হাতে আছে চারটি ছবি। শাহীন সুমনের গ্যাংস্টার এবং শামীম আহমেদ রনির লাইভ ও নরসুন্দর, জাকির হোসেন রাজুর আর্তনাদ। এদিকে মাহি লকডাউনের পর নিজের একঘেয়েমি কাটাতে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। সেখানে আনন্দময় সময় কাটিয়েছেন। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছিলেন।