স্পাইডার ম্যান নিয়ে সনির হেডকোয়ার্টারে বেশ ঝড় গেল গতকাল। বহুল প্রতীক্ষিত স্পাইডার ম্যান: নো ওয়ে হোমের ট্রেলার ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তের মধ্যে হইচই শুরু হয়ে যায়। সনির কর্মীরা ঝাঁপিয়ে পড়েন বেশকিছু টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রেলারটি সরিয়ে নেয়ার জন্য।
টুইটারে কিছু অ্যাকাউন্টে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই এ সুপারহিরো ছবির ট্রেলার ট্রেন্ডিং হয়ে যায়। ট্রেলারটি সরিয়ে নেয়ার পর শুরু হয় মিম বানানোর উৎসব। বেশির ভাগ মিমের বিষয় ছিল সনির যে কর্মী ট্রেলার ফাঁস করেছেন, তাকে শনাক্ত করার পর তার কী হবে তা নিয়ে।
স্পাইডার ম্যান: নো ওয়ে হোমের ট্রেলার ফাঁস নিয়ে সনির মন্তব্য জানতে চেয়েছিল হলিউড রিপোর্টার। অবশ্য সাড়া দেয়নি কর্তৃপক্ষ। যেসব টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রেলারটি শেয়ার করা হয়েছিল, সেগুলো বন্ধ করা হয়েছে এবং তাদের কপিরাইট বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। ‘কপিরাইট স্বত্বাধিকারীর অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে’—এ রকম একটি বার্তা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
হলিউড রিপোর্টার ট্রেলার ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং তাদের বিশ্লেষণ বলছে, এটা সত্যিই স্পাইডার ম্যান: নো ওয়ে হোম ছবির কনটেন্ট। সনিকে টুইটার থেকে ট্রেলারটি সরাতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ একটি অ্যাকাউন্ট ব্লক করাতে না করাতে আরেকটি নতুন অ্যাকাউন্টে ট্রেলারটি আপলোড হয়ে গেছে। মার্ভেল কমিকসের সুপারহিরো ছবি স্পাইডার ম্যান: নো ওয়ে হোম মুক্তি পাবে এ বছরের ১৭ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করছেন জন ওয়াটস। আর স্পাইডার ম্যানের চরিত্রে আছেন টম হলান্ড।