বলিউডে আফগানিস্তানের মেয়ে ওয়ারিনা হুসেইনের অভিষেক হয়েছিল লাভযাত্রী ছবিতে, আয়ুশ শর্মার বিপরীতে। তিনি মনে করেন আফগানিস্তানের অবস্থা এখন সেই ২০ বছর আগেকার মতোই।
আফগান অভিনেত্রী ওয়ারিনা হুসেইন তার দেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সালমান খানের প্রযোজনায় বলিউডে অভিষেক হয় তার। লাভযাত্রী ছবিতে তিনি অভিনয় করেছেন সালমান খানের বোনের স্বামী আয়ুশের সঙ্গে।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়ারিনা বলেন, বর্তমান পরিস্থিতি তাকে ২০ বছর আগের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যখন তার পরিবার আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়েছিল। ‘এটা আমার এবং পরিবারের জন্য কঠিন সময়। অবস্থাটা ২০ বছর আগের মতোই। যুদ্ধ এবং অস্থিতিশীলতার কারণেই আমাদের দেশ ছাড়াতে হয়েছিল। এখন অনেক বছর পরে আবার দেখছি অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। শিশু বয়সেই আফগানিস্তান ছেড়ে ভারতে পাড়ি জমায় ওয়ারিনার পরিবার।
তবে অফিগানিস্তানের স্মৃতি ওয়ারিনার মনে এখনো সজীব—‘পরিবারের সঙ্গে বনভোজন, কাবুলের সুন্দর ঝরনা, খাবারের স্মৃতি কখনো ভুলব না। সে রকম পরিস্থিতি মনে হয় না আর ফিরে আসবে। এখন সেখানে দমনমূলক পরিবেশে সবাইকে বেঁচে থাকতে হবে।’
ওয়ারিনা মনে করেন, গত কয়েক বছরে আফগানিস্তানে যে অগ্রগতি হয়েছে, তা সবই মিলিয়ে যাবে দেশটি আগের চেহারায় ফিরে গেলে। নারী ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে বেশি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দুনিয়ার বড় দেশগুলোকে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নজরে রাখার আহ্বান জানিয়েছেন। লাভযাত্রী ছাড়াও দাবাং থ্রি ও নাইনটিনাইন সং ছবিতে দেখা গেছে ওয়ারিনাকে।