সব

অ্যাথলেটিক্স রাজ্যে ইতালিয়ান স্প্রিন্টার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০


এক যুগেরও বেশি সময় ধরে ১০০ মিটার স্প্রিন্টের রাজা বলতে উসাইন বোল্টকেই চিনত বিশ্ব। সর্বকালের সেরা স্প্রিন্টার গত অলিম্পিকে অবসর নেওয়ায় এবার নতুন কারও ঝলকানি দেখার অপেক্ষা ছিল অ্যাথলেটিক্স বিশ্ব। ঝলক দেখালেন ইতালির দেখালেন মার্সেল জ্যাকবস। অ্যাথলেটিক্সের নতুন রাজা বনেছেন জ্যাকবস। ১০০ মিটারে ৯ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে ট্রাকের নতুন রাজা হয়েছেন ইতালিয়ান স্প্রিন্টার।

২৬ বছর বয়সী এই ইতালিয়ানের এটা প্রথম অলিম্পিক সোনা। ১০০ মিটারে ইতালিরও প্রথম সোনা এটা। ইউরোপিয়ান হিসেবে দ্বিতীয়। ১৯৯২ সালে প্রথম ইউরোপিয়ান হিসেবে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন গ্রেট ব্রিটেনের লিনফোর্ড ক্রিস্টি।

যুক্তরাষ্ট্রের ফ্রেড ৯ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে রোপ্য জিতেছেন। কানাডার আন্দ্রে দি গ্রাস ৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। অলিম্পিক সোনার লড়াইয়ে তিনজনই আজ ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাকবসের ক্যারিয়ার শুরু হয়েছিল লং জাম্প দিয়ে। ২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে। টোকিও অলিম্পিকের ১০০ মিটারের হিটে ৯ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছিলেন জ্যাকবস। তবুও তাকে ফেভারিট মনে করেনি অনেকেই। আলোচনার বাইরে ছিলেন তিনি। বাজিমাত করলেন মূল লড়াইয়ে।

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

বিদায়ের পর যে বার্তা দিলেন রোনালদো

ভুল স্বীকার করল কনমেবল

আজকের খেলা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ