সব
বাংলাদেশে টিকটকের সেফটি সেন্টার

বাংলাদেশে টিকটকের সেফটি সেন্টার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:২১


সম্প্রতি সেফটি সেন্টার চালুর ঘোষণা দিয়েছে টিকটক বাংলাদেশ। প্রাণবন্ত ও বৈচিত্র্যময় কমিউনিটির জন্য একটি নিরাপদ ও গ্রহণযোগ্য প্লাটফর্ম গড়ে তুলতে এ ঘোষণা দিয়েছে বাইটডান্স মালিকানাধীন প্লাটফর্মটি। অনলাইন সেফটি সেন্টার হলো বাংলা ও ইংরেজিতে সহজলভ্য একটি ওয়ান স্টপ ডেসটিনেশন, যা ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ও অধিক সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে।

টিকটক এমন একটি প্লাটফর্ম যেটি সৃজনশীল অভিব্যক্তি ও আনন্দ প্রকাশকে অনুপ্রাণিত করে। এজন্য ব্যবহারকারীদের নিরাপত্তায় টিকটক প্রতিশ্রুতিবদ্ধ। সেফটি সেন্টারে সাইবার বুলিং কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে নির্দেশনা রয়েছে, একটি প্যারেন্টাল গাইড ফিচার রয়েছে, ফ্যামিলি পেয়ারিং যা পিতা-মাতা বা পরিবারের সদস্যদের তাদের টিকটক অ্যাকাউন্টকে কিশোর বয়সীদের সঙ্গে লিঙ্ক করতে এবং ‘স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট’, ‘রেস্ট্রিক্টেড মোড’-এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে দেয়। কে তাদের মেসেজ পাঠাতে পারে, তা-ও নিয়ন্ত্রণ করার সুযোগ রাখে। এভাবে অভিভাবকরা তাদের বাচ্চারা প্লাটফর্মে যা করছে, তার ওপর আরো বেশি নিয়ন্ত্রণ রাখতে পারছেন। টিকটক সেফটি সেন্টারটিতে বেশ কয়েকটি আর্টিকেল ও সেফটি ভিডিও রয়েছে, যা ব্যবহার করা বেশ সহজ।


হ্যাশট্যাগ হইসচেতন শিরোনামে পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) চালু করেছে টিকটক, যা অনলাইন স্ক্যাম, নিরাপত্তা ও প্লাটফর্মের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ডিজিটাল কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। এর আগে ২০২০ সালে বিশ্ব ইন্টারনেট দিবস উপলক্ষে টিকটক বাংলাদেশে হ্যাশট্যাগ আমরা সেইফ ইন্টারনেট সেইফ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছিল।

 

নতুন নামে আসছে টিকটক

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ