সব

২৮ বছরের ইতিহাস ভাঙলো স্পেনের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮

 

কাতারে অনুষ্ঠেয় ২০২২ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে সুইডেনের মাঠে ২-১ গোলে হেরেছে স্পেন।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ২৮ বছর পর এই প্রথম বিশ্বকাপ বাছাইপর্বে হারল। এর মধ্য দিয়ে বাছাইপর্বে ‘লা রোজা’দের ২৮ ম্যাচের জয়রথও থামল।

স্টকহোমে নিজের অভিষেক ম্যাচে মাঠে নেমেই চতুর্থ মিনিটে গোল করে স্পেনকে লিড এনে দেন কার্লোস সোলার। যদিও খেলা পুনরায় শুরুর মাত্র ১২ সেকেন্ডের মধ্যে স্পেনের রক্ষণের ভুলে গোল করে সমতা আনেন সুইডেনের আলেক্সান্ডার আইজ্যাক। ৫৭ মিনিটে ভিক্টর ক্লাসেনের গোল সুইডেনের জয় নিশ্চিত করে দেয়। দেজান কুলুসেভস্কির পাস থেকে বল পেয়ে ১২ গজ দূর থেকে নেয়া শটে গোলটি করেন তিনি। ঘরের মাঠে এটা বাছাইপর্বে সুইডেনের টানা নবম জয়।

১৯৯৩ সালের মার্চে সর্বশেষ ডেনমার্কের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে হেরেছিল স্পেন। কোপেনহেগেনের সেই হারের পর এবার স্টকহোমে লজ্জা পেল লুই এনরিকের দল। সেই থেকে বিশ্বকাপ বাছাইপর্বে ৫২ জয় তুলে নেয় স্পেন, তারা ড্র করে ১৪টি ম্যাচ। এ পথে জিতেছে ২০১০ সালের বিশ্বকাপ।

পরশুর এ জয়ের পর তিন ম্যাচে ৯ পয়েন্ট তুলে নিয়ে ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষস্থান দখল করল সুইডেন। চার ম্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করেছে স্পেন। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে। তাই স্পেনকে প্লে-অফ খেলার ঝুঁকিতে পড়তে হতে পারে।


বৃহস্পতিবার বাছাইপর্বে ইংল্যান্ড ৪-০ গোলে হাঙ্গেরিকে, জার্মানি ২-০ গোলে লিচেনস্টেইনকে, বেলজিয়াম ৫-২ গোলে এস্তোনিয়াকে হারায়। স্পেনের মতো হোঁচট খেয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। তারা ঘরের মাঠে বুলগেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে।

এশিয়া অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার ওমান ১-০ গোলে জাপানকে, ইরান ১-০ গোলে সিরিয়াকে ও সৌদি আরব ৩-১ গোলে ভিয়েতনামকে হারায়। গোলশূন্য ড্র হয় দক্ষিণ কোরিয়া ও ইরাক এবং আরব আমিরাত ও লেবানন ম্যাচ।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ