ব্যবহারকারীদের তথ্য বিক্রির অভিযোগে গুগলের প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোকেশন ডাটা অ্যাপ সেফগ্রাফকে। সৌদির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধানের অর্থায়নে তৈরি এই অ্যাপে কোভিড ম্যাপিং ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারকারীদের এসব তথ্য সংগ্রহ করা হতো।
মাদারবোর্ডের বরাত দিয়ে এনগ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সেফগ্রাফ তাদের অ্যাপ ডেভেলপারদের কোম্পানির কোড বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) ব্যবহারের সুযোগ দেয়। এর মাধ্যমে তারা নিজস্ব অ্যাপ থেকে প্লাগ-ইনের মাধ্যমে ব্যবহারকারীদের ভৌগোলিক অবস্থানের বা লোকেশন-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে থাকে।
এছাড়াও প্রতিষ্ঠানটি উন্মুক্ত বাজারে যে কারো কাছে তথ্য দিয়ে থাকে এবং অবস্থান সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করতে গ্রাহকদের অন্য প্রতিষ্ঠানের তথ্য কেনার সুবিধাও প্রদান করত।
প্রতিবেদনে আরো বলা হয়, এ নিষেধাজ্ঞার ফলে যেসব প্রতিষ্ঠান বা অ্যাপস সেফগ্রাফের সঙ্গে কাজ করছে, তাদের দ্রুত সময়ের মধ্যে অ্যাপ থেকে লোকেশন বা অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহের কোড সরিয়ে ফেলতে হবে। গত জুনের প্রথমদিকে গুগল অ্যাপ ডেভেলপারদের সাতদিনের মধ্যে তাদের অ্যাপস থেকে সেফগ্রাফের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট অপসারণের নির্দেশ দিয়েছিল।
মাদারবোর্ডের ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পাশাপাশি কাউন্টি স্বাস্থ্য বিভাগে থাকা ব্যবহারকারীদের তথ্যও বিক্রিতে অন্তর্ভুক্ত ছিল। এদিকে গুগল প্লে স্টোরের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি সেফগ্রাফ।
করোনার বিধিনিষেধ শিথিলের পর মানুষ কোথায় তাদের ছুটি কাটাচ্ছে, সে-সংক্রান্ত একটি ম্যাপ তৈরিতে গত বছর নিউইয়র্ক টাইমস সেফগ্রাফের এ ফিচার ব্যবহার করেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।