সব

বিগবক্সকে কিনে নিলো ফেসবুক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৯:৪৮

যুদ্ধভিত্তিক জনপ্রিয় ভার্চুয়াল রিয়েলিটি গেম পপুলেশন: ওয়ান নির্মাণকারী প্রতিষ্ঠান বিগবক্স ভিআরকে কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম প্লাটফর্ম ও মার্কিন টেক জায়ান্ট ফেসবুক। তবে দুটি প্রতিষ্ঠানের মধ্যকার আর্থিক লেনদেনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। খবর টেক ক্রাঞ্চ ও দ্য ভার্জ।

বাজারে আসার পর থেকেই পপুলেশন : ওয়ান গেমারদের পছন্দের শীর্ষে ছিল। অকুলাস স্টোরে মাত্র কয়েক মাসেই এ গেম প্রায় ১ কোটি ডলার আয় করেছিল।

ফেসবুক রিয়েলিটি ল্যাবের সহসভাপতি মাইক ভার্ডু বলেন, গত নয় মাস আগে পপুলেশন: ওয়ান ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মে সাড়া ফেলে দেয় এবং অকুলাস প্লাটফর্মে একটানা দীর্ঘদিন সর্বাধিক খেলা গেমের তালিকায় শীর্ষে ছিল। এ গেমে একসঙ্গে ২৪ জন একত্রে যুক্ত হয়ে ভার্চুয়াল দুনিয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।

তিনি আরো বলেন, বিগবক্স ভিআর আকৃতির দিক থেকে ছোট হলেও গেমিং খাতে তারা খুবই কর্মক্ষম এবং যোগ্যতাসম্পন্ন একটি দল। তারা গেমিং খাতে উন্নয়নের ক্ষেত্রে ভালো অবদান রেখেছে।


এক বিবৃতিতে ভার্ডু বলেন, বিগবক্স ভিআরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করতে চাই। সেই সঙ্গে ফেসবুক এবং বিগবক্স স্টুডিওর যে অবকাঠামো ও প্রযুক্তি রয়েছে, সেগুলো ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতের জন্য আরো ভালো প্রকল্প বাস্তবায়ন করতে চাই।

অকুলাস স্টুডিও পরিবারের অংশ হিসেবে বিগবক্স ভিআর তাদের পপুলেশন: ওয়ান গেমের আধুনিকায়নসহ আরো বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে বলে জানা গেছে। তবে এ অধিগ্রহণের ফলে পপুলেশন: ওয়ানের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সব প্লাটফর্মেই এ গেম চলবে।

 

ভার্চুয়াল রিয়েলিটিতে ফেসবুক

বিমানে প্রযুক্তিরছোঁয়া!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ