অনলাইন মাধ্যম: অনলাইনে ইন্টার্নশিপ খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। এর জন্য ব্রাউজারে “Internships near me” কিংবা আপনার জায়গার নাম অনুযায়ী (যেমন, “Internships in Chittagong”) সার্চ করুন।
চাকরি খোঁজার ওয়েবসাইট ও অ্যাপে ইন্টার্নশিপ খোঁজার সুবিধা রয়েছে। তবে এর জন্য ঠিকভাবে রেজাল্ট ফিল্টারিং করে নিন।
বর্তমানে ফেসবুকের মাধ্যমে চাকরি ও ইন্টার্নশিপ খোঁজা সম্ভব। এর জন্য সার্চ অপশন ব্যবহার করুন।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েও ইন্টার্নশিপ সম্পর্কে খোঁজ নিতে পারেন। অবশ্য এ কাজ বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
জব ফেয়ার: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট-বড় আকারের জব ফেয়ারের আয়োজন করা হয়। এগুলোতে অংশগ্রহণকারী নিয়োগদাতাদের সাথে কথা বলুন ও সম্ভব হলে নিজের সিভি জমা দিন।
নেটওয়ার্কিং: ইন্টার্নশিপ নিয়ে আপনার আগ্রহের কথা পরিচিত মানুষদের জানান। পাশাপাশি নতুন মানুষের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন।
ক্যারিয়ার সেন্টার ও ক্লাব: কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেন্টার ও ক্লাব থাকে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোন সংগঠন থাকলে সেখানে যোগাযোগ করুন।
যত বেশি সম্ভব, কাজ শিখে নিন। দক্ষতা অর্জনের জন্য বাস্তব কাজের চেয়ে ভালো উপায় আর নেই।
আপনার ম্যানেজার ও সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাদের কাছ থেকেই কোন না কোন সময় প্রফেশনাল কাজে সাহায্য পাবার সম্ভাবনা বেশি।
ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব ভালোভাবে জানতে থাকুন। ফুল-টাইম চাকরি পাবার জন্য এটি জরুরি।
নিজের প্রফেশনালিজম সবার সামনে তুলে ধরুন। আপনার সম্পর্কে অন্যরা ভালো ধারণা পোষণ করবেন।