সব

পৃথিবীর বাইরের জগতে হানা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৩:১৯


ব্রিটিশ ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ভ্যারিয়েবল স্টেট গত ২২ জুলাই উন্মোচন করেছে 'লাস্ট স্টপ'। জনাথন বুর্জ, টেরি কেনি ও লিনডন হল্যান্ডের লেখা প্লটের ওপর ভিত্তি করে বানানো অ্যাডভেঞ্চারধর্মী ভিডিও গেমটি প্রকাশ করেছে অন্নপূর্ণা ইন্টারঅ্যাকটিভ। গেমটি শুধু সিঙ্গেল প্লেয়ার মোডে খেলা যাবে।

যাতে খেলা যাবে

প্লেস্টেশন ফোর, প্লেস্টেশন ফাইভ, এক্সবক্স ওয়ান, এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এস, নিনটেন্ডো সুইচ ও মাইক্রোসফট উইন্ডোজে খেলা যাবে গেমটি।

কাহিনি

১৯৮০-এর দশকে লন্ডনের একটি ঘটনা। দুই কিশোর বন্ধু পিটার এবং সামান্থা। তারা ববি নামে একজন অফিসারের হেলমেট চুরি করে লন্ডন আন্ডারগ্রাউন্ডের টানেলে পালিয়ে যায়। সেখানে একজন বয়স্ক লোককে দেখে তারা অবাক হয়ে যায়, যিনি তাদের লুকিয়ে থাকতে সাহায্য করার প্রস্তাব দেয়। সামান্থা লোকটির প্রস্তাব গ্রহণ করে কারণ লোকটি হাওয়ায় মিলিয়ে যাওয়ার কৌশল জানে। পিটার প্রথমে লোকটির সঙ্গে যেতে দ্বিধা করে। কিন্তু যখন যেতে রাজি হয়, ততক্ষণে লোকটি সামান্থাকে নিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এই গেমের প্রধান চরিত্র সামান্থা। এরপর ২০২০ সালে আরও বেশ কয়েকটি এ ধরনের ঘটনা ঘটে। যেখানে কয়েকজনকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয় ভিন্ন গ্রহে। তখন সামান্থা মধ্যবয়স্ক, তারও আছে এক অসাধারণ ক্ষমতা এবং সে বসবাস করতে থাকে সেই ভিন গ্রহে। যেখানে মীনা নামের একজনকে কোনো এক অদৃশ্য শক্তি পৃথিবী থেকে তুলে নিয়ে আসে। তবে ইরভিং নামক এক অ্যালিয়েন তাকে রক্ষা করে এবং নতুন গ্রহে বসবাস করতে সাহায্য করে। কিছুদিন পর ডোনা নামে অন্য একজনকে অপরিচিত এক লোক তুলে নিয়ে যায়। এবং আবারও সেই অ্যালিয়েন ডোনাকেও সাহায্য করতে এগিয়ে আসে। তখন সেই অদৃশ্য শক্তি তার ক্ষমতা ব্যবহার করে অ্যালিয়েনকেও অদৃশ্য করে দেয়। এরপর পৃথিবী থেকে আসা সামান্থা, মিনা ও ডোনা তিনজনকেই কাউন্সিল চেম্বারে বন্দি করা হয়। যেখানে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেখানে গার্ডদের বিভ্রান্ত করে তারা তিনজনই পালিয়ে যায়। এরপর সামান্থা তাদের লুকিয়ে রাখতে সাহায্য করে এবং তারা তিনজনে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। যেখানে খেলোয়াড়দের জন্য আছে বেশকিছু টুইস্ট এবং এখানে অনেক অ্যাডভেঞ্চার পার করতে হয়। শেষে তারা এই শক্তি ধ্বংস করে এবং সামান্থা তাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে।

খেলতে নূ্যনতম পিসি সিস্টেম

ওএস :উইন্ডোজ ১০, প্রসেসর :ইন্টেল কোর আই৩-২১০০/এএমডি ফেনম টু এক্স৪ ৯৬৫, র‌্যাম :৪ জিবি।

অ্যাকশন ভরপুর গেম

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ