সব

আকর্ষণীয় পেশা ফ্রিল্যান্সিং

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৪:১১

ফ্রিল্যান্সিং শব্দটি এখন বেশ পরিচিত ও জনপ্রিয়। অনেক তরুণ-তরুণী এখন প্রতিনিয়ত এইকাজের সাথে জড়িত। নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন এদিকে। এখন ফ্রিল্যান্সিং দারুণ আকর্ষণীয়। অনেকেই চাকরি না করে ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখেন। ফ্রিল্যান্সিংয়ে একদিকে যেমন স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকে তেমনি আয়ের পরিমাণও বেশি।

দেশের প্রচুর ওয়েবসাইট ডেভেলপার, গ্রাফিকস ডিজাইনার, রাইটার, মার্কেটার বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সাফল্যের সঙ্গে কাজ করছেন, আবার অনেকে নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছেন। কাজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কাজের স্থান ও সময়ের কোনো বাঁধাধরা নিয়ম থাকে না বলে অনেকেই এ পেশায় আসতে চান। কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় আসার আগে এ ক্ষেত্রের চ্যালেঞ্জগুলোও জানা থাকা জরুরি। একাকিত্ব, রাত জেগে কাজ করে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা, সামাজিক স্বীকৃতির আক্ষেপের মতো অনেক বিষয় এর সঙ্গে যুক্ত।

ই আউটসোর্সিংকে পার্টটাইম বা ফুলটাইম দুভাবেই নেয়া যেতে পারেন সেটা আপনার সময় আর গুরুত্ব বিবেচনায়। তবে কাজ শিখে দক্ষ হয়ে এই পেশায় নামাই ভালো। তাহলে আর শুরুতে হোঁচট খেতে হয় না।
জেনে নেয়া যাক কী কীভাবে এবং কোথায় শিখবেন

প্রথমে জানতে হবে মার্কেটপ্লেসে কী কী ধরনের কাজ পাওয়া যায়। তারপর পছন্দমতো বাছাই করে কোনো একটি কাজ শিখতে পারেন। যে কাজ সহজ, সে কাজের রেট কম। তাই ভবিষ্যতের কথা চিন্তা করলে একটু কষ্ট করে হলেও ভালো মানের কাজ করতে পারলে ভবিষ্যতে চাহিদাও বাড়বে। নিজে নিজে ঘরে বসে ইন্টারনেট (গুগল, ইউটিউব) থেকে কাজ শিখতে পারেন। বই পড়ে বা ভিডিও দেখেও শিখতে পারেন বা কোথাও কোনো কোর্সও করতে পারেন। আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় এমন অনেক মার্কেটপ্লেস আছে। আবার অনেক ভুয়া সাইটও বের হয়েছে। ফলে সতর্ক হয়েই কাজ শুরু করা ভালো। আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা হলো-

www.odesk.com www.elance.com www.freelancer.com ইত্যাদি।

এই পেশায় সফল হবেন যেভাবে?

সফলতা নির্ভর করছে আপনার কাজ জানার ওপর। যত কাজ জানবেন সফল হবেন তত তাড়াতাড়ি। অনেকে বিভিন্ন অফিসে গ্রাফিকস, ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য অনেক কাজ করে থাকেন। তাঁরা আউটসোর্সিংয়ের নিয়মকানুন জেনেই কাজের জন্য আবেদন করতে পারেন। কাজ পেতে সময় লাগবে কিন্তু ধৈর্য হারাবেন না। কাজ শিখে দক্ষ হওয়ার পরই সফলতা আশা করা যায়।
বেশির ভাগ ফ্রিল্যান্সার মনে করেন, অনেক সময় ক্লায়েন্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হয় বলে ফ্রিল্যান্সারকে দিন-রাত পরিশ্রম করা লাগে। এ ছাড়া চাকরিতে নির্দিষ্ট বেতন থাকলেও ফ্রিল্যান্সিং কাজ সব সময় হাতে না–ও থাকতে পারে। কাজের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। যাঁরা চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাঁদের জন্য কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি।

জেনে নিন বিষয়গুলো:

মনে রাখবেন, ফ্রিল্যান্সিং আপনাকে একাকী করে দেবে। আপনার জীবনযাপন অন্যদের চেয়ে আলাদা হয়ে যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। রাতের বেলা জেগে কাজ করতে হবে। আপনার কাজে সহকর্মী না থাকায় নির্দিষ্ট সময় অফিসে যাওয়া লাগবে না। কাজের সময় তাই অফিসের পরিবেশ পাবেন না। তাত্ত্বিকভাবে এটা ভালো শোনালেও প্রকৃতপক্ষে আপনি একাকী হয়ে যাবেন। এই একাকিত্ব দূর করতে সাপোর্ট নেটওয়ার্ক থাকা জরুরি। এতে দিনের বেলা বা অন্য সময় গল্প-গুজব বা আড্ডা দিতে পারেন। তা না হলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বেন।

নিজের অর্থের ব্যবস্থাপনা

যখন বড় কোম্পানিতে কাজ করেন, তখন অনেক জটিল অর্থনৈতিক বিষয় কোম্পানি ঠিক করে রাখে। বিশেষ করে বেতন ও ট্যাক্সের মতো বিষয়টি। যখন ফ্রিল্যান্সিংয়ের মতো স্বাধীন কাজের সঙ্গে যুক্ত হবেন, তখন নিজের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সঠিক সময়ে ট্যাক্স রিটার্ন দাখিল করার পাশাপাশি অর্থ জমানোর মতো বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন।

অসুস্থতার জন্য অর্থ সাশ্রয়

অসুস্থ হলে চাকরিতে ছুটি পাওয়া যায়। আপনার কাজের জন্য অসুস্থতাজনিত বিরতি বা বছর শেষে বেড়ানোর মতো সময় রাখবেন। একটা কথা মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ে কাজ করলে তবে অর্থ পাবেন। যদি কাজ না করেন, তবে সে সময়গুলোতে আপনার অর্থ আসবে না। তাই ফ্রিল্যান্সিং বা স্ব–উদ্যোগে কাজ করার আগে থেকে অর্থ জমানোর অভ্যাস করা

নিজের দক্ষতা বাড়ান

যাঁরা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, তাঁদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বেশ কঠিন। কাজ পাওয়া এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে যাঁরা ইতিমধ্যে প্রতিষ্ঠিত ও যাঁদের অনেক কাজদাতা আছে, তাঁদের জন্য সুবিধাও বেড়েছে। তাই যাঁদের ক্লায়েন্ট কম ও যাঁরা কাজ খুঁজছেন, তাঁরা অনলাইনে দারুণ পোর্টফোলিও তৈরি করুন। এ ছাড়া শুরুতে কঠোর পরিশ্রম করুন।

কাজ করুন দক্ষতা অনুযায়ী

আপনার দক্ষতা কি ফ্রিল্যান্সার হওয়ার উপযোগী? অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিং পেশায় আসতে চান। মনে রাখবেন, এটা দক্ষ ব্যক্তিদের প্রতিযোগিতার ক্ষেত্র। এ ক্ষেত্রে সীমিত দক্ষতা নিয়ে টিকে থাকা কঠিন। আপনি কাজের ক্ষেত্র নষ্ট করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তাই কাজ না জেনে এ ক্ষেত্রে আসা উচিত হবে না।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ