করোনাভাইরাসের এই সময়ে ঘরবন্দি মানুষের জন্য তাদের পছন্দ অনুযায়ী যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম দেখার প্ল্যাটফর্ম নিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি বা 'ওভার দ্য টপ'। ঈদে এই প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে একাধিক ওয়েব ফিল্ম। ঈদে দেশীয় একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হচ্ছে। এতে নাট্য পরিচালক মিজানুর রহমান আরিয়ান পরিচালিত তারকাবহুল ছবি 'নেটওয়ার্কের বাইরে' প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে অভিনয় করছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, ইয়াশ রোহান, ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা, খায়রুল বাশার ও জোনায়েদ বোগদাদী। অন্যদিকে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির 'ঠান্ডা' নামে একটি ওয়েব ছবি ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয়শিল্পীদের নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।
এদিকে 'ডার্ক সাইড অব ঢাকা' নামের ওয়েব ফিল্মটি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঢাকা শহরের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছবিতে কে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। শিগগির শিল্পী চূড়ান্ত করে শুটিংয়ে নামবেন পরিচালক। যদিও পরিচালকের দাবি, সিনেমার বেশ কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে।
ডার্করুম:
মানবমনের অন্তর্দ্বন্দ্ব, অনেক কাছে পেয়েও ঠিক কাছে না পাওয়ার হতাশা—তা থেকে অভিমান- ক্ষোভ, অশান্তির সৃষ্টি। আমরা সবাই চাই প্রিয়জন হোক আমার মতো, আমার মতো করে পৃথিবীকে। কিন্তু এটা বাস্তবে হয় না। এ দ্বন্দ্বের গোলকধাঁধায় আমরা অধিকাংশ বাঙালি আবদ্ধ। এমনই একটি গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
গল্পের শুরুটা নাটকীয়, চঞ্চলের এর লুক দেখে দারুণ একটা প্যারা সাইকোলজিক্যাল থ্রিলার বা ডিটেকটিভ থ্রিলার প্রত্যাশা জাগে। প্রথম টুইস্টের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কেউ। অনেকে হয়তো ভেবেছিলেন এভাবে বুঝি গল্পের ইতি টানবেন পরিচালক। কিন্তু একদম শেষের টুইস্টে সব অনুমান এলোমেলো করে দেয়।
বরফ কলের গল্প :
মিলনের মাথার চুল একদম ছোট করে ছাঁটা। ক্লিন শেভড মুখে রুক্ষতা। দুই চোখের ভ্রূ কুঁচকানো। সে চোখে খুনের নেশা। অভিনেতা আনিসুর রহমান মিলনের এমন হিংস্র লুকের একটি পোস্টার ও ট্রেইলার ঈদের আগে ব্যাপক সাড়া পায় অনলাইনে।
প্রযোজনা করছে ওটিটি প্লাটফর্ম বিঞ্জ। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে আছেন ইশরাত প্রিয়ম। ঈদের দিন মুক্তি পেয়েছে প্রথম সিজন।
বিলাপ:
হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি রোমহর্ষক খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন খুবই অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্ত ঘাতক চক্রের। এভাবে এগিয়ে যাবে বিলাপের গল্প।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রডাকশন হাউজ কপ ক্রিয়েশন ঈদ উপলক্ষে নির্মাণ করেছে ‘বিলাপ’ শিরোনামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। নির্মাণের ধরন ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রের উপস্থাপন অনেককেই মুগ্ধ করেছে। ঈদের পরদিন মুক্তি পেয়েছে বিলাপ।
কসাই:
‘হিংস্রতাই নেশা’ স্লোগান নিয়ে কসাই ছবিটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে। এ ছবিতে নিরব ছাড়া আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয়মনি, এলআর খান সীমান্ত, রিও প্রমুখ।
দ্য ডার্ক সাইড অব ঢাকা: ঈদুল ফিতরের অনেক আগেই ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ নামক একটি ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফি। প্রথমে কয়েক সেকেন্ডের টিজার ছাড়লেও জানাননি কারা অভিনয় করছেন সিরিজটিতে। তবে পরবর্তী সময়ে তিনি জানিয়েছিলেন, তার সিরিজটিতে অভিনয় করেছেন বর্তমান ও আগের প্রজন্মের ছয়জন অভিনেতা। তারা হলেন তানজিন তিশা, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন ও খায়রুল আলম সবুজ।