ফ্যাশনের আরেক নতুন জগত তৈরি হয়েছে পায়ের জুতোয়। নামিদামি ব্র্যান্ড কিংবা সুন্দর জুতা ফ্যাশন জগতের এক নতুন ট্র্যাডিশন।ফরমাল কিংবা ক্যাজুয়াল উভয় লুকে প্রয়োজন আরামদায়ক জুতা। মানানসই পোশাক ও আরামদায়ক জুতা পরিপাটি করে তুলবে আপনাকে।
টাইটফিট শক্ত জুতা দীর্ঘ সময় পরে থাকলে আপনার অস্বস্তির কারণ হতে পারে। পোশাক-আশাকের সঙ্গে মানানসই জুতার আবেদন সবারই জানা। কিন্তু নতুন জুতায় পা গলিয়ে নিলে অনেক সময় শান্তিতে ঘুরে বেড়ানো দায়। এতে প্রায়ই আমরা অস্বস্তিতে পড়ি। তাই আরামদায়ক চলার জন্য ভালোমানের জুতা বেছে নিতে হবে।
জুতায় দরকার হালকা উপাদান, আরাম ও আধুনিকতার ছোঁয়া। রং, ডিজাইন ও আকারে জুতা বৈচিত্র্যময়। তবে ঋতুভেদে জুতার নকশায় আসে পরিবর্তন। গরমে ভারী উপাদানের জুতা পরে চলতে অস্বস্তিই লাগে অনেকের। আরাম পাওয়া যাবে এবং পা ঘেমে যাবে না তরুণরা এমন জুতার খোঁজেই থাকেন। তবে আরাম ও জুতার নকশার সঙ্গে রঙের বাছাইও জরুরি। এখন পোশাকের মতো জুতার ডিজাইনেও চলছে নানা রঙের মিশ্রণ। পোশাকের পাশাপাশি উজ্জ্বল রঙের রাজত্ব এখন জুতার ফ্যাশনেও। চিরায়ত সাদা-কালোর পাশাপাশি দাপটের সঙ্গে জায়গা করে নিচ্ছে নানান রঙের জুতা। বাহারি কালেকশন থেকে বেছে নিতে হবে মানানসই জুতা। আবার সকালে যাদের হাঁটার অভ্যাস এবং কাজের জন্য যাদের অধিক সময় দৌড়ঝাঁপ করতে হয় তারা বেছে নিতে পারেন কেডস। এ ক্ষেত্রে আপনার পোশাক যেন মানানসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আর এই হালের ফ্যাশনের জগতে সবসময় সবার উপরে বাটা কিংবা এপেক্স এর জুতাতেই সবার মন কাড়ে। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জুতার উপরে ছাড় দিয়ে থাকেন এসব প্রতিষ্ঠান। বাটায় এখন চলছে ফ্রিডম ফ্ল্যাশ সেল ২৬% ছাড়।