সব

ডার্ক থ্রিলারে নিশো

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:৪৩

 

ছোট পর্দার বড় তারকা আফরান নিশো এই প্রথম যুক্ত হলেন থ্রিলার গল্পে। আর বড় পর্দার উঠতি নায়িকা তানহা তাসনিয়া হচ্ছেন তার সঙ্গী। থ্রিলারটির নাম ‘কুয়াশা’।

আফরান নিশোর গল্প ভাবনায় এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। দু’দিন শুটিং হলো, আরও বাকি একদিন।

নির্মাতা জানান, ‘এটি একদমই ডার্ক থ্রিলার গল্প। এখানে নিশো ভাই যে চরিত্রে অভিনয় করেছেন, এরকমটা আগে কখনও করেননি। আর তানহার চরিত্রটা সিক্রেটই থাকুক।’

আফরান নিশো বলেন, ‘গল্পের ভাবনাটা আমার। চলার পথে বিভিন্ন ঘটনাই দেখে থাকি আমরা, সেসব চিন্তা ভাবনা থেকে কিছু গল্প মাথায় আসে। আমার ভাবনাটাকে চিত্রনাট্যে রূপ দিয়েছে ভিকি।’

তিনি আরও বলেন, ‘থ্রিলার গল্পে কাজ আগেও করেছি। তারপরও এবার একটু ডিফারেন্ট; সাইকো-থ্রিলার। এখানে আমার চরিত্র এসবি অফিসার; যার একই অঙ্গে দুই রূপ। এর বেশি আর কিছু বলবো না, দর্শকরা দেখার পরই বুঝবে। আর তানহার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দর্শক নতুন এ জুটির কাজ পছন্দ করবেন, আশা করি।’

তানহা তাসনিয়া বলেন, ‘রোমান্টিক গল্পে কাজ করা হলেও থ্রিলার গল্পে এবারই প্রথম কাজ আমার। সেইসাথে নিশো ভাই ও ভিকির সঙ্গেও আমার প্রথম কাজ। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই চমৎকার।’

টাইগার মিডিয়ার প্রযোজনায় নাটকটি আসছে ঈদে একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

নিশো-তিশার প্রেমে রেকর্ড

ডার্ক থ্রিলার বিলাপ; হলিউডে দ্য গ্রেভ

সিএমভির ঈদ আয়োজন

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ