সব

বাজারে ওয়ান প্লাসের নতুন মডেল

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৫:৩৮

 

বাজারে নতুন হ্যান্ডসেট নিয়ে এসেছে চীনের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস নর্ড সিই ফাইভজি নামে এটি বাজারে পাওয়া যাবে। এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সরু ফোন বলছে প্রতিষ্ঠানটি।

ওয়ানপ্লাস নর্ড সিই ফাইভজিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ এবং অক্সিজেন ওএস ১১ প্রদান করা হয়েছে। এতে ৬ দশমিক ৪৩ ইঞ্চির ১০৮০–২৪০০ রেজল্যুশনের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। প্রসেসর হিসেবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৫০জি অক্টাকোর প্রসেসর ও জিপিইউ হিসেবে এড্রেনো ৬১৯ এবং ৬ জিবি র‌্যাম প্রদান করা হয়েছে।

ছবি ও ভিডিও ধারণের জন্য এ ফোনে ত্রিপল রিয়ার ক্যামেরা প্রদান করা হয়েছে। প্রাইমারি হিসেবে ১ দশমিক ৭৯ অ্যাপারচারের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটি ইলেকট্রিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সুবিধাসংবলিত। এছাড়া ফোনে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের মনোক্রম ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪৭১ প্রসেসরের ক্যামেরা দেয়া হয়েছে। এ ক্যামেরাতেও (ইআইএস) সুবিধা রয়েছে।

রিয়ার ক্যামেরায় মাল্টি অটোফোকাস (পিডিএএফ ও সিএএফ) ফিচার, নাইটস্কেপ, আল্ট্রাশট এইচডিআর, পোর্ট্রেট, প্যানারোমা, প্রো মুড এবং স্মার্ট সিন রিকগনিশন ফিচারও রয়েছে। এছাড়া রিয়ার ক্যামেরা দিয়ে ৩০ এফপিএসে ফোর কে রেজল্যুশনের ভিডিও, টাইমল্যাপস ভিডিও ধারণ করা যাবে এবং এতে এলইডি ফ্ল্যাশও রয়েছে।


ওয়ানপ্লাস নর্ড সিই ফাইভজি স্মার্টফোনে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এ ফোনে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভার্সন ৫.১, জিপিএস/এজিপিএস/ এনএভিআইসি, এনএফসি, ইউএসবি টাইপ সি এবং ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ফোনটিতে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নয়েজ ক্যান্সেলেহসন সুবিধাসহ সুপার লিনিয়ার স্পিকার রয়েছে।

নতুন এ স্মার্টফোনে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যেটিকে চার্জ দেয়ার জন্য ওয়ানপ্লাসের র্যাপ চার্জ ৩০টি প্লাস প্রযুক্তি রয়েছে। যার মাধ্যমে মাত্র আধা ঘণ্টায় ফোনে ৭০ শতাংশ চার্জ দেয়া সম্ভব।

বাজারে ব্লু ভয়েড, চারকোল ইংক ও সিলভার রে এ তিন রঙে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। এর ৬/১২৮ জিবির দাম ২৬-৩০ হাজার টাকা, ৮/১২৮ জিবির দাম ২৯-৩৫ হাজার ও ১২/২৫৬ জিবির দাম ৩২-৩৮ হাজার টাকার মধ্যে হতে পারে।

মধ্যম মানের চিপ আনছে কোয়ালকম

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ