সব

মঙ্গল গ্রহের সেলফি

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৪:৩৯

প্রথমবারের মতো মঙ্গলগ্রহে গিয়ে নিজের সাফল্যকে আরেক ধাপ উপরে নিয়ে গেল চীনের রোভার ঝুরং। এবার সেলফিসহ কয়েকটি নতুন ছবি পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়েছে রোবটটি।

ঝুরং মে মাসে মঙ্গলে অবতরণ করে। ইতিমধ্যে সে সমতলে একটি ওয়ারলেস ক্যামেরা বসিয়েছে।

নিজেদের রোভার মিশনের সাফল্য উদ্‌যাপনের এক অনুষ্ঠানে নতুন ছবিগুলো প্রকাশ করেছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা।

এখন সৌরশক্তি চালিত ছয় চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের যানটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। তিন মাস ধরে এই কাজ করবে ঝুরং।

যুক্তরাষ্ট্রের পরে চীনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে রোভার চালাচ্ছে সফলভাবে। পাঁচ বছর আগে, রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে তাদের ‘শাপরালি’ ল্যান্ডার সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়ে আছড়ে পড়েছিল।

বিবিসি লিখেছে, চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১।

এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝুরংয়ের সোলার প্যানেল উন্মুক্ত করে পৃথিবীতে সংকেত পাঠাতে ১৭ মিনিট সময় লাগে।

হ্যাকারদের কবলে ডেটা পাচার

যুক্তরাষ্ট্রের অনুমোদন পেলো হুয়াওয়ে

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ