ঈশিতা'র বাবা নেই। সবসময় সে একটা শুন্যতা অনুভব করে। একদিন তার দেখা হয় বন্ধুর বাবার সঙ্গে। সে জানতে চাইলো তার বাবার কথা।জানালো বাবা নেই। বাবা থাকলে সে কী করতো? এমন প্রশ্নের জবাবে ঈশিতা জানায়, বাবা সবসময় আমাকে সঙ্গ দিতো। নানা জায়গায় নিয়ে যেতো। উত্তর শুনে বন্ধুর বাবা তার অভাব পূরনের চেষ্টা করে। মন ভালো করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। তাকে পছন্দের খাবার খাওয়ায়।
বাবা মেয়ের এরকম গল্প নিয়ে নির্মিত একটি নাটকের অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। নাম ঠিক না হওয়া একক নাটকটি পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি উত্তরায় এর শুটিং শেষ হয়েছে। নাটকে সাফা কবিরের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
এতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, 'দর্শক যে ধরনের নাটক দেখতে পছন্দ করেন এ নাটকটি তেমনই। এতে আমি একজন বাবার চরিত্রে অভিনয় করেছি। ছেলের বন্ধবীকে তার বাবার অভাব পূরণের চেষ্টা করছি। গল্পটি হৃদয় ছুয়ে যাওয়ার মতো। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে। '
আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেল ওসিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেপ্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন