চায়ের ভিন্ন ব্যবহার নিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব।কাঠের আসবাব পরিস্কার করা :চীনে রেস্তোরাঁর কাঠের চেয়ার-টেবিল অমন ঝকঝক করে কেন বলুন তো? আসবাব পরিস্কারের রহস্য কিন্তু ওই চা পাতাই। এই পাতায় থাকা হালকা বাদামি রং আর তার ভেষজ গুণাগুণ কাঠের আসবাবের চকচকে ভাব ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করে। চা যেমন করে তৈরি করেন, সেভাবেই চাপাতা ভালো করে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা কাপড় তাতে ভিজিয়ে নিয়ে ভালো করে বাড়ির কাঠের আসবাবগুলো পরিস্কার করে নিন। দেখবেন ময়লা খুব তাড়াতাড়ি পরিস্কার হয়ে যাচ্ছে। এ ছাড়াও অনেক সময় কাঠে পলিশ করার পর তা মাঝেমধ্যে জমে থাকে। সেগুলো যত পুরোনো হয়, ততই আসবাবে ধুলো জমে ময়লা হতে থাকে, এটা আটকানোর জন্যও কিন্তু চা ফুটিয়ে সেই জল ব্যবহার করলে কাজে দেয়।
আয়না পরিস্কার করা :চাপাতা ব্যবহার করে আপনার ঘরে থাকা আয়নাটিকেও কিন্তু চটপট পরিস্কার করে ফেলতে পারেন। আয়নায় ধুলোই জমুক বা নানারকম দাগ-ছোপই পড়ূক, কালো চায়ের পাতা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তাতে কাপড় ভিজিয়ে তা দিয়ে পরিস্কার করে নিন, দেখবেন আয়না কেমন ঝকঝক করছে। এভাবে আপনি কিন্তু কাচের আয়নাও পরিস্কার করে ফেলতে পারেন।
সুগন্ধের জন্য :যে কোনো গন্ধ দূর করার জন্য চা দারুণভাবে কাজে লাগে। মাছ ধুয়ে এসেছেন, মাছের গন্ধ যাচ্ছে না কিছুতেই, সেক্ষেত্রে আপনি চা পাতার জল দিয়ে হাত ধুয়ে দেখতেই পারেন। গন্ধ এক নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। তা ছাড়া আবর্জনা বা নোংরা জিনিসের গন্ধ তো বটেই, বাড়িতে যদি কোনো পোষ্য থেকে থাকে, যে মাঝেমধ্যেই আপনার ঘর নোংরা করে, সেসব গন্ধ দূর করতেও চা দারুণ কাজে দেয়। ড্রয়ারের মধ্যে ধুলোর গন্ধ বা পুরোনো বইয়ের গন্ধ দূর করতেও পছন্দের হার্বাল টি-ব্যাগ সেখানে রেখে দিতে পারেন।
ফ্রিজের গন্ধ দূর করতে :বাসি খাবার-দাবার ফ্রিজে থেকে বাজে গন্ধ হয়ে যায়। সেই গন্ধ দূর করতে অনেক সময় ফ্রিজের মধ্যে বেকিং সোডা দিয়ে রাখা হয়। তবে তাতে যদি কাজ না হয়, তাহলে এবার থেকে ফ্রিজে টি-ব্যাগ রেখে দিন, দেখবেন সব গন্ধ শুষে নিয়েছে।
আই পিলো হিসেবে :চোখের তলায় ডার্ক সার্কেল বলুন বা চোখ লাল হয়ে যাওয়া, ফোলা ভাব, চা পাতায় থাকা ক্যাফেইন ও অ্যান্টি-অক্সিডেন্ট কিন্তু চোখ সংক্রান্ত সব সমস্যার সমাধানে দারুণ কাজে লাগে। গরম জল করে দুটি টি-ব্যাগ তাতে ভিজিয়ে দিন। খানিক পর জল থেকে তুলে পাঁচ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের ওপর দিয়ে রেখে দিন বেশ খানিকক্ষণ। নিয়ম করে ব্যবহার করে দেখুন, উপকার পাবেন।
চুলে রং করতে :পাকা চুলে রং করতে এবার থেকে কেমিক্যাল ব্যবহার না করে চা ব্যবহার করে দেখতে পারেন। দু'কাপ ফুটন্ত জলে গোটা তিনেক টি-ব্যাগ দিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ওই জল চুলে দিয়ে দিন।
মাংস ম্যারিনেট করতে :শক্ত মাংস নরম করতে চা কিন্তু দারুণ কাজে লাগে। চার চামচ চাপাতা ফুটন্ত জলে দিয়ে রেখে দিন, তারপর মাংস ম্যারিনেট করার সময় ওই জলটা দিয়ে দিতে পারেন। দেখবেন রান্না করার পর মাংস কী সুন্দর নরম হয়ে গেছে।
মরচে দূর করতে :চায়ে থাকা ট্যানিক অ্যাসিড কিন্তু মরচে দূর করতে কাজে লাগে। বাসনপত্র বা অন্য কোনো জায়গায় যদি মরচে পড়ে, তাহলে ফুটন্ত জলে গোটা পাঁচেক টি-ব্যাগ দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর মরচে পড়া জায়গাটা ওই পানিতে ডুবিয়ে রাখুন। আট থেকে দশ ঘণ্টা ডুবিয়ে রাখলে মরচে দূর হয়ে যাবে।
সার হিসেবে :ফার্ন, সাইট্রাস ট্রি, গার্ডেনিয়া, গোলাপ ইত্যাদি গাছে সার হিসেবে স্বচ্ছন্দে চা ব্যবহার করতে পারেন। চা পাতা সার হিসেবে দিতে পারেন গাছের গোড়ায়।