সব

৫১ তেও তরুণ জুন মালিয়া

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০১:১৫

 

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জুন মালিয়া। বয়স তার ৫১। অথচ দেখে সেটি বোঝার উপায় নেই। এখন চিরসবুজ রূপে পর্দায় হাজির হন তিনি।

প্রায় ২৫ বছর জুনের অভিনয়ের ক্যারিয়ার। ছোট পর্দা থেকে বড় পর্দা নিয়মিত কাজ করেছেন তিনি। এখন ইন্ডাস্ট্রিতে নিয়মিত এই তারকা। পাশাপাশি পা রেখেছেন রাজনীতিতেও।

জুনের জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছুই দার্জিলিংয়ে। কম বয়সেই প্রথম বিয়ে থেকে দুই সন্তান শিবাঙ্গি ও শিবেন্দ্রর মা হয়েছেন তিনি। আপোষ করে না থেকে সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবে পালন করেছেন সন্তানদের সব দায়িত্ব।

সিনেমায় একই নায়িকাদের মুখ দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছিলেন দর্শক। সেই সময় জুনের স্মার্ট ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা ও দ্বিধাহীনভাবে সাহসী দৃশ্যে অভিনয় তাকে দ্রুত লাইলমলাইটে নিয়ে আসে তাকে।

সুদেষ্ণা রায় থেকে প্রভাত রায়ের মতো পরিচালকদের ধারাবাহিক ও সিনেমার প্রস্তাব পাওয়া শুরু করলেন জুন। এই তালিকায় রয়েছেন বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালকের নামও। প্রয়াত এই বিখ্যাত নির্মাতার ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ তার অভিনয় আজও ভোলেননি দর্শক।

ছোটপর্দার ‘তৃষ্ণা’ ধারাবাহিকে সেইসময় জুনকে এক ঝলক দেখার অপেক্ষাতেই বসে থাকতেন সকলে। এছাড়া ‘রূপকথা’ ধারাবাহিকে জুন মালিয়া এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি অন্তরঙ্গ দৃশ্য শোরগোল ফেলে দিয়েছিল টলিপাড়া।

২০১৯ সালের ডিসেম্বর মাসে দীর্ঘদিন প্রেম করে সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন জুন। তার বয়স তখন ৪৯। বর্তমানে অভিনয়ের সঙ্গে রাজনীতিতেও জুনের ব্যস্ততা তুঙ্গে। চলতি বছরেই রাজ্যের শাসকদলের হয়ে মেদিনীপুর কেন্দ্র থেকে বিধানসভা ভোটে জিতেছেন।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ