১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে নিজ দেশের বিজয়ী দলকে শিরোপা তুলে দিয়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তবে সেই থেকে ৫৫ বছর বড় কোনো ফুটবল আসরের ফাইনালে উঠতে পারে নি থ্রি লায়ন্সরা। অবশেষে ঘুচল সেই খরা। আজ ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে ইংলিশরা।
এবারো ব্যর্থ হওয়ার শংকা জাগে। ৩০ মিনিটের মাথায় মিক্কেল ড্যামসগার্ড ফ্রি কিক থেকে অনবদ্য এক গোল করে এগিয়ে দেন ডেনিশদের। যদিও ইংলিশ আক্রমণের চাপে ৩৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডেনমার্কের অধিনায়ক সাইমন জার। এই গোলে উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকরা। খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। রহিম স্টার্লিংয়ের আদায় করে নেয়া পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন। প্রথমবার শট সেভ করেন ডেনিশ গোলকিপার ক্যাস্পার স্মাইকেল, ফিরতি বলে শট নিয়ে গোল করেন কেন। এ গোলটি ইংল্যান্ডকে তুলে নেয় ফাইনালে।