সব

বিগবস জাহিদ হাসান

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৯:৪০


চার বন্ধু জাবেদ, তামিম, ঝিলিক ও পপির কাজ হচ্ছে বাটপারি করা। মূলত দ্রুত কোটিপতি হওয়ার বাসনা থেকেই তারা কাজটি করে।
একদিন রাস্তা থেকে একটি মেয়েকে কিডন্যাপ করে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্তু কৌশলে মেয়েটি পালিয়ে গিয়ে তাদের ফাঁসিয়ে দেয়। নিজেদের বাঁচাতে চারজন চলে যায় কক্সবাজার। সেখানকার রিসোর্টে ঘটনাক্রমে পরিচয় হয় বিগবস ফিরোজ শাহের সঙ্গে।
কোটি পতি ফিরোজ শাহ। তার পোশাক-আশাক, কথাবার্তা সব কিছুতেই রয়েছে অভিজাত্যের ছাপ। হোটেলের পার্টিতে সুন্দরী সোনিয়ার সঙ্গে নাচতে গিয়ে আনন্দে টাকা উড়ায়। সে রাত থেকেই চারজনের নজরে পড়ে যায় ফিরোজ শাহ। তাকে ফাঁদে ফেলার ধান্ধা করে তারা। কিন্তু ঘটনা শেষে দেখা যায়, উল্টো তারাই ফিরোজ শাহর খপ্পরে পড়ে গেছেন।

এমনই গল্প সাজানো নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফিরোজ শাহ হিসেবে অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও আছেন নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তা প্রমুখ।

বরজাহান হোসেনের রচনায় সাত পর্বের এই ঈদ ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। ঈদের সাত দিন রাত ১১টা ৫ মিনিটে এটি প্রচারিত হবে আরটিভিতে।

দীর্ঘতম ওয়েব সিরিজে ইমন-মাহি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ