সব

শিশুর জন্য যেসব হেডফোন

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৩:০৬

বাজারে শিশু-কিশোরবান্ধব বিভিন্ন মডেলের হেডফোন রয়েছে। তবে দেশের বাজারে শিশুবান্ধব হেডফোন তুলনামূলক কম। শিশুবান্ধব ভালো মানের হেডফোন চাইলে অনলাইনে অর্ডার করে বিদেশ থেকেও আনিয়ে নিতে পারেন। দেশে এ ধরনের বেশ কিছু ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে, যারা শিশুদের জন্য উপযুক্ত ভালো মানের হেডফোন বিক্রি করে থাকে।

জেবিএল জেআর৩০০ :জেবিএল সব সময় ৮৫ ডেসিবেলের নিচে ভলিউম রাখার জন্য ডিজাইন করা হয়েছে; যা ছোটদের জন্য একেবারেই নিরাপদ। হালকা এবং ছোট আকারের জেবিএল জেআর৩০০ মডেলটি ছোটদের জন্যই। শিশুদের জন্য কাস্টম ডিজাইন করা নরম প্যাডেড হেডব্যান্ড এবং কানের কুশন দিয়ে স্বচ্ছন্দে শোনার ব্যবস্থা করা হয়েছে। দাম দুই হাজার ১০০ টাকার মতো।

সিমোলিও ব্লুটুথ : কানের সুরক্ষার জন্য শব্দমাত্রা নিয়ন্ত্রণ করার সুযোগ আছে এই হেডফোনে। তিনটি আলাদা শব্দস্তর (৭৫ ডেসিবেল/৮৫ ডেসিবেল/৯৪ ডেসিবেল) নিয়ন্ত্রণের জন্য তিনটি আলাদা সুইচ আছে। সাধারণত শান্ত জায়গায় ৭৫ ডেসিবেল/৮৫ ডেসিবেল অথবা কোলাহলময় পরিবেশে ৯৪ ডেসিবেল ব্যবহার করা হয়। দাম তিন হাজার ১০০ টাকার মতো।

পিউরো সাউন্ড ল্যাবস জুনিয়রজ্যামস : হেডফোনগুলো তারের সঙ্গে বা ওয়্যারলেস হিসেবেও কাজ করে। শিশুদের জন্য নিরাপদ ভলিউম স্তর নির্ধারণ করা যায়। এই হেডফোন ৮৫ ডেসিবেলের বেশি ক্ষতিকারক ভলিউম শুনতে দেয় না। ভলিউম বাড়াতে চাইলে নিজে থেকেই বাধা দেয়। এতে কোনো লিমিটিং সুইচ নেই। ফলে শিশুরা অসাবধানতাবশত উচ্চমাত্রার শব্দের শিকার হওয়ার সুযোগ নেই। দাম প্রায় ছয় হাজার টাকা।

লিলগ্যাজেটস আনট্যাঙ্গেলড প্রো : উচ্চমানের শব্দের সঙ্গে আছে বিল্টইন মাইক্রোফোন সুবিধা। থাকছে ব্লুটুথ ওয়্যারলেস কানেকশন। চার বছর বা তদূর্ধ্ব বয়সী শিশুদের জন্য তৈরি করা হেডফোনটি প্রায় সমস্ত ব্লুটুথ ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যাবে। শিশুদের কথা মাথায় রেখে ছয়টি চমৎকার রঙে পাওয়া যাবে ডিভাইসটি। দাম প্রায় চার হাজার ২০০ টাকা

জেল্যাব জেবাডিজ স্টুডিও ওভার-ইয়ার ব্লুটুথ হেডফোন : জেল্যাবের শিশুবান্ধব হেডফোনে রয়েছে নিরাপদ ভলিউম নিয়ন্ত্রণ। সঙ্গে থাকা ওয়্যারলেস ব্লুটুথটি ৩০ ফুট দূর থেকে কাজ করে এবং চার্জ প্রতি ১৩ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। দাম প্রায় দুই হাজার ৬০০ টাকা।

স্নুগলি রাস্কেলস কিডস হেডফোন

হেডব্যান্ড-স্টাইল হেডফোনগুলো আপনার শিশুর জন্য আরামদায়ক না হলে স্নুগলি হেডফোনগুলো ব্যবহার করতে পারেন। অন-ইয়ার হেডফোনগুলো খুবই আরামদায়ক। সঙ্গে আছে রঙিন ফেব্রিক রুমাল, যা আপনার সন্তানের মাথায় মোড়ানো থাকবে। ডেসিবেল ভলিউম ৮৫ ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ। দাম প্রায় এক হাজার ৯০০ টাকা।

সনি ওয়্যারলেস হেডফোন

এয়ারপডের জন্য বায়না করছে, এমন শিশুর জন্য প্রথমে সনির এই ওয়্যারলেস হেডফোনগুলোর এক জোড়া কিনে দিয়ে হেডফোন ব্যবহার শুরু করাতে পারেন। ইয়ারবাডগুলো ওয়ান টাচ ব্লুটুথ ব্যবস্থা আছে হেডফোনটিতে। দাম প্রায় চার হাজার ১০০ টাকা।

ইলেকডার আই৩৯ হেডফোন

বিশেষত যারা বন্ধুদের সঙ্গে অনলাইনে গেম খেলতে পছন্দ করে এটি তাদের জন্য উপযোগী। মাইক্রোফোনটি হাই-ডেফিনেশন কল এবং অডিওর জন্য হেডসেটের মধ্যে নির্মিত। তবে এটি ওয়্যারলেস নয়। দাম প্রায় দুই হাজার ৮০০ টাকা।

মি অডিও কিডজামজ

চার থেকে বারো বছর বয়সের শিশুদের জন্য নিরাপদ শ্রবণ নিশ্চিত করবে। হেডফোনগুলো বিল্ট-ইন ৮৫ ডেসিবেল এসপিএল ভলিউম লিমিটার সিস্টেম আছে। দাম প্রায় এক হাজার ৩০০ টাকা।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ