সব

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী

আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:১৬

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এরমধ্যেই নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী। সেই আলোচনা চলছে কয়েক মাস ধরেই। এবার নিজের ফ্ল্যাটে প্রেমিকের জন্মদিন পালন করলেন তিনি।

প্রকাশ্যে এলো শ্রাবন্তী নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন উদযাপনের ছবি। যেখানে কালো শর্ট ড্রেসে অভিনেত্রীকে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। পাশের চেয়ারে আছেন তার মা।

অন্যদিকে কেক কাটার পর সেটা অভিনেত্রীর দিদি স্মিতাকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে অভিরূপকে। তার পরনে কালো পাঞ্জাবি। ছবি দেখে বোঝা যাচ্ছে, শ্রাবন্তীর নতুন প্রেমিককে বেশ ভালোভাবে গ্রহণ করেছে তার পরিবার।

অভিরূপ নাগ চৌধুরী ও শ্রাবন্তী এখন একই আবাসনের বাসিন্দা। কিছুদিন আগে অভিনেত্রীর দেওয়া আংটির ছবি ফেসবুকে দিয়ে অভিরূপ লেখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া। ধন্যবাদ’।

উল্লেখ্য, জন্মদিন উদযাপনের ছবি ফাঁস হতেই শ্রাবন্তীর স্বামী আক্ষেপ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে রোশন বলেন, ‘আমি তো বিয়ে করিনি এক বছরের জন্য, আমার তো এমন ভাবনা নয়, যে আমি বিয়ে করে ছেড়ে দেব। ও না বুঝুক, আমাকে বুঝতে হবে’।

ছোটোবেলা থেকেই প্রেম করতেন শ্রাবন্তী

গুঞ্জন এবার সত্যি হলো

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ