পোশাক নান্দনিকতায় 'সারা লাইফস্টাইল’
এতোদিন ছিল লকডাউন। যার কারণে বন্ধ ছিল শপিংমল ও বাজার। পয়লা বৈশাখটাও কেটেছে সাদামাটা । এখন শপিংমল ও বাজার খুলে দেয়া হয়েছে। বিপণিবিতানগুলোতে দেখা মিলছে ক্রেতাদের আনাগোনা। উৎসব বলে কথা। তাও আবার ঈদ। তাই কেনাকাটা হোক স্বাচ্ছন্দ্যে।