ভিএফএক্স (VFX) এর দুনিয়ায়
চলচিত্র বা টেলি নির্মাতারা এখন ভিএফএক্স (VFX) এবং সিজিআই (CGI) এর উপর নির্ভরশীল। ভিএফএক্স এবং সিজিআই এর মধ্যে পার্থক্য আছে, তবে আমাদের আজকের বিষয় মোটেও সেটা নয়। আমরা আজকে দেখবো কি অসাধ্য সাধন করা যায় এই ভিএফএক্স এবং সিজিআই এর মাধ্যমে।