হালের ফ্যাশনে বাটা- এপেক্স!
ফ্যাশনের আরেক নতুন জগত তৈরি হয়েছে পায়ের জুতোয়। নামিদামি ব্র্যান্ড কিংবা সুন্দর জুতা ফ্যাশন জগতের এক নতুন ট্র্যাডিশন।ফরমাল কিংবা ক্যাজুয়াল উভয় লুকে প্রয়োজন আরামদায়ক জুতা। মানানসই পোশাক ও আরামদায়ক জুতা পরিপাটি করে তুলবে আপনাকে।